পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Get Pattern Investigation: হাফিজুলকে জেরা করতে ‘গেট প্যাটার্ন’ পদ্ধতি ব্যবহার করবে লালবাজার - Hafijul Molla

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) কালীঘাটের বাড়িতে বিনা অনুমতিতে প্রবেশের অভিযোগ উঠেছে হাফিজুল মোল্লার বিরুদ্ধে ৷ গ্রেফতার হওয়ার পর থেকে তিনি পুলিশি হেফাজতেই ছিলেন ৷ সোমবার আদালত তাঁকে জেল হেফাজতে পাঠাল ৷ এবার সেখানেই তাঁকে গেট প্যাটার্ন পদ্ধতিতে জেরা করতে চায় পুলিশ (Lalbazar to use Get Pattern process to interrogate Hafijul Molla) ৷

Lalbazar to use Get Pattern process to interrogate Hafijul Molla
Get Pattern Investigation: হাফিজুলকে জেরা করতে ‘গেট প্যাটার্ন’ পদ্ধতি ব্যবহার করবে লালবাজার

By

Published : Jul 18, 2022, 7:07 PM IST

কলকাতা, 18 জুলাই : হাফিজুল মোল্লাকে (Hafijul Molla) জেরা করার জন্য এবার একেবারে আধুনিক পদ্ধতির সাহায্য নিতে চলেছে কলকাতা পুলিশ (Kolkata Police) ৷ এই নিয়ে তদন্তে যে স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করা হয়েছে, তারা এবার হাফিজুলকে জেরা করার জন্য ‘গেট প্যাটার্ন’ (Get Pattern Investigation) পদ্ধতির সাহায্য নিতে চলেছে ৷ লালবাজার সূত্রে অন্তত এমনই খবর পাওয়া গিয়েছে ৷

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে কী এই গেট প্যাটার্ন পদ্ধতি ? পুলিশের একটি সূত্রে থেকে জানা গিয়েছে, হাফিজুলের বডি ল্যাঙ্গুয়েজ যাচাই করে দেখা হবে ৷ তিনি কীভাবে হাঁটেন ? কতটা জোরে হাঁটতে পারেন ? হাঁটার সময় তাঁর বডি ল্যাঙ্গুয়েজ কেমন হয় ? তিনি কোন দিকে তাকান ? সিসিটিভি ক্যামেরার ফুটেজের মাধ্যমে এই বিষয়গুলি খতিয়ে দেখা হবে ৷

লালবাজার সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) বাড়িতে যেদিন বিনা অনুমতিতে প্রবেশ করেছিলেন হাফিজুল, সেদিন তাঁর বডি ল্যাঙ্গুয়েজ কেমন ছিল, তার সঙ্গে মিলিয়ে দেখা হবে এখনকার ফুটেজগুলি দেখা হবে ৷ এছাড়া হাফিজুল যখন মুখ্যমন্ত্রী কালীঘাটের বাড়ির আশপাশে ঘুরত, সেই সময়ের বডি ল্যাঙ্গুয়েজ মিলিয়ে দেখা হবে ৷ পুরো কাজটাই করবে লালবাজারের সায়েন্টিফিক উইং ও ফরেনসিক এক্সপার্টরা ৷

মুখ্যমন্ত্রীর বাড়িতে বিনা অনুমতিতে ঢুকে পড়ার অভিযোগে হাফিজুলকে গ্রেফতার করে কলকাতা পুলিশ ৷ তার পর থেকে তিনি পুলিশি হেফাজতেই ছিলেন ৷ ইতিমধ্যে এই ঘটনায় সিট গঠন করা হয় লালবাজারের তরফে ৷ সেই সিটের সদস্যরা একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে হাফিজুলকে ৷ তাঁর কাছ থেকে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গিয়েছে বলে আদালতে জানায় কলকাতা পুলিশ ৷

পুলিশের দাবি, হাফিজুল একাধিক সিম কার্ড ব্যবহার করতেন ৷ তাঁর সঙ্গে বাংলাদেশের যোগাযোগ রয়েছে ইছামতী সাঁতরে পেরিয়ে তিনি বাংলাদেশেও গিয়েছিলেন ৷ পুলিশের ধারণা তাঁর সঙ্গে জঙ্গিদের যোগাযোগও থাকতে পারে ৷ সোমবার হাফিজুলকে আদালতে পেশ করা হয়েছিল ৷ আদালত তাঁকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে ৷

তাই আগামী 1 অগস্ট পর্যন্ত তাঁকে থাকতে হবে প্রেসিডেন্সি সংশোধনাগারে ৷ সেখানেই তাঁকে গেট প্যাটার্ন পদ্ধতিতে নজরদারিতে রাখা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে ৷

আরও পড়ুন :CM Security Breach: হাফিজুলের সঙ্গে কি বাংলাদেশের জঙ্গিযোগ রয়েছে, তদন্তে গোয়েন্দারা

ABOUT THE AUTHOR

...view details