কলকাতা, 18 জুলাই : হাফিজুল মোল্লাকে (Hafijul Molla) জেরা করার জন্য এবার একেবারে আধুনিক পদ্ধতির সাহায্য নিতে চলেছে কলকাতা পুলিশ (Kolkata Police) ৷ এই নিয়ে তদন্তে যে স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করা হয়েছে, তারা এবার হাফিজুলকে জেরা করার জন্য ‘গেট প্যাটার্ন’ (Get Pattern Investigation) পদ্ধতির সাহায্য নিতে চলেছে ৷ লালবাজার সূত্রে অন্তত এমনই খবর পাওয়া গিয়েছে ৷
স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে কী এই গেট প্যাটার্ন পদ্ধতি ? পুলিশের একটি সূত্রে থেকে জানা গিয়েছে, হাফিজুলের বডি ল্যাঙ্গুয়েজ যাচাই করে দেখা হবে ৷ তিনি কীভাবে হাঁটেন ? কতটা জোরে হাঁটতে পারেন ? হাঁটার সময় তাঁর বডি ল্যাঙ্গুয়েজ কেমন হয় ? তিনি কোন দিকে তাকান ? সিসিটিভি ক্যামেরার ফুটেজের মাধ্যমে এই বিষয়গুলি খতিয়ে দেখা হবে ৷
লালবাজার সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) বাড়িতে যেদিন বিনা অনুমতিতে প্রবেশ করেছিলেন হাফিজুল, সেদিন তাঁর বডি ল্যাঙ্গুয়েজ কেমন ছিল, তার সঙ্গে মিলিয়ে দেখা হবে এখনকার ফুটেজগুলি দেখা হবে ৷ এছাড়া হাফিজুল যখন মুখ্যমন্ত্রী কালীঘাটের বাড়ির আশপাশে ঘুরত, সেই সময়ের বডি ল্যাঙ্গুয়েজ মিলিয়ে দেখা হবে ৷ পুরো কাজটাই করবে লালবাজারের সায়েন্টিফিক উইং ও ফরেনসিক এক্সপার্টরা ৷