কলকাতা, 9 জুলাই:এবার কলকাতা পুলিশ ট্রেনিং স্কুলে গড়ে তোলা হবে পৃথক একটি পুলিশ কন্ট্রোল রুম । লালবাজার সূত্রের খবর, সেই পৃথক কন্ট্রোল রুম থেকেই এবার শহরের সকল সিসিটিভি ক্যামেরাগুলি অপারেটিং করবেন পুলিশকর্মীরা । ইতিমধ্যেই এই গোটা প্রক্রিয়া বাস্তবায়িত করার জন্য লালবাজারে তরফে দায়িত্ব দেওয়া হয়েছে চারজন অতিরিক্ত নগরপাল পদমর্যাদার পুলিশ আধিকারিকদের । তাঁরাই নিজেদের মধ্যে সমন্বয় সাধন করে কাজ করছেন বলে জানা গিয়েছে ।
লালবাজার সুত্রের খবর, শহরের ছোট বড় রাস্তা মিলিয়ে মোট প্রায় 7 হাজার সিসিটিভি ক্যামেরা রয়েছে । এই সিসিটিভি ক্যামেরাগুলি মধ্যে বেশ কিছু সিসিটিভি ক্যামেরা অপারেটিং করেন স্পেশাল ব্রাঞ্চের আধিকারিকরা । আবার বেশ কিছু সিসি ক্যামেরার অপারেটিং থেকে শুরু করে রক্ষণাবেক্ষণ করা হয় বিভিন্ন ডেপুটি কমিশনার অফ পুলিশ-এর অফিস থেকে (Lalbazar to start control room in Police training school) ।