কলকাতা, 8 অগস্ট : রাঁচির আইনজীবী রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করে লালবাজারের আধিকারিকরা এবার নাম পেয়েছেন ইনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate) ডেপুটি ডিরেক্টর সুবোধ কুমারের । লালবাজার (Lalbazar) সূত্রের এমনটাই খবর পাওয়া গিয়েছে । জানা গিয়েছে, ইডির (ED) ওই ডেপুটি ডিরেক্টর বর্তমানে রয়েছেন ওড়িশায় । ফলে এবার সেখানে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চান লালবাজারের গোয়েন্দারা ।
লালবাজার সূত্রে খবর, গ্রেফতার হওয়া রাঁচির আইনজীবী রাজীব কুমার একাধিক সময় দাবি করতেন যে তাঁর সঙ্গে একাধিক কেন্দ্রীয় সংস্থার কর্তাদের ওঠাবসা এবং যোগাযোগ রয়েছে । সেই তদন্ত করতে গিয়েই গোয়েন্দারা ধৃত আইনজীবী রাজীব কুমারের সঙ্গে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ডেপুটি ডিরেক্টর সুবোধ কুমারের একটি লিঙ্ক খুঁজে পেয়েছেন । তাই তাঁকে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত প্রয়োজনীয় ৷ যদিও লালবাজারের দাবি, ইডির ডেপুটি ডিরেক্টর সুবোধ কুমারের সঙ্গে শুধুমাত্র এই ঘটনায় সাক্ষ্য হিসাবেই কথা বলা হবে ৷