কলকাতা, 30 মে : এলগিন রোডে স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় চার্জশিট জমা দিল কলকাতা পুলিশ (Lalbazar submits chargesheet in Bhowanipur Murder Case)। জানা গিয়েছে, মোট 220 পাতার চার্জশিট জমা দেওয়া হয়েছে লালবাজারের তরফে । সেই চার্জশিটে ঘটনার অন্যতম আততায়ী বিমল শর্মার নামে লুঠপাট চালানো, খুন ও ষড়যন্ত্র-সহ একাধিক ধারায় মামলা রয়েছে । বর্তমানে এই ঘটনায় ধৃত বিমল শর্মা পুলিশ হেফাজতে রয়েছে । লালবাজার সূত্রের খবর, গোটা ঘটনাটি কিভাবে ঘটানো হয়েছিল তার একটি পুনর্নির্মাণ করতে চায় তদন্তকারী আধিকারিকরা ।
প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি মাসে ভবানীপুর থানা এলাকার এলগিন রোডে স্বর্ণ ব্যবসায়ী শান্তিলাল বৈদ্যের খুনের ঘটনা ঘটে (Bhowanipur Murder Case)। সেই ঘটনার তদন্তে নেমে মহারাষ্ট্র থেকে বিমল শর্মা নামে এক আততায়ীকে গ্রেফতার করে কলকাতা পুলিশের গোয়েন্দারা । রীতিমতো ফিল্মি কায়দায় ওই ব্যবসায়ীকে কলকাতার একটি হোটেলে ডেকে ঠান্ডা মাথায় খুন করা হয় ।