কলকাতা, 7 অগস্ট: পার্ক স্ট্রিটে জাদুঘর চত্বরে সিআইএসএফ জওয়ানের গুলি চালানোর ঘটনায় প্রকাশ্যে এল ব্যবহার হওয়া আগ্নেয়াস্ত্র ৷ অভিযুক্ত জওয়ান অক্ষয় কুমার মিশ্রের সেই একে-47 রাইফেলের ছবি এ দিন প্রকাশ করেন ডিসি সেন্ট্রাল রূপেশ কুমার (Lalbazar Releases Picture of AK-47 Rifle Which Use in Park Street Shootout) ৷ পুলিশ সূত্রে খবর, গতকালের ঘটনায় অক্ষয় কুমার মিশ্র তাঁর সহকর্মীদের লক্ষ্য করেই গুলি চালিয়েছিলেন ৷ তিনি ব্যারাক থেকে আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে এলোপাথাড়ি গুলি চালিয়েছিলেন ৷ ঘটনায় এক ডেপুটি কমান্ডান্টের মৃত্যু হয়েছে ৷
শনিবার ভর সন্ধেয় পার্ক স্ট্রিটে জাদুঘরের বাইরে নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় আধাসেনার এক জওয়ান আচমকাই একে-47 স্বয়ংক্রিয় রাইফেল থেকে গুলি চালান ৷ প্রায় 20 রাউন্ড গুলি চলেছে বলে জানা যাচ্ছে ৷ সেই ঘটনায় এ দিন লালবাজারের তরফে ডিসি সেন্ট্রাল রূপেশ কুমার ঘাতক রাইফেলটির ছবি প্রকাশ করেছেন ৷ পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত অক্ষয় কুমার মিশ্র তাঁর সহকর্মী এক ডেপুটি কমান্ডান্ট এবং এক ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিককে লক্ষ্য করেই গুলি চালিয়েছিলেন ৷