পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Kolkata Police: অয়নের দেহ উদ্ধারের তথ্য কেন নজর এড়িয়ে গেল, অভ্যন্তরীণ তদন্ত লালবাজারের - হরিদেবপুরে অয়ন মণ্ডলের দেহ উদ্ধার

হরিদেবপুরে অয়ন মণ্ডলের দেহ উদ্ধারের (Haridevpur Youth Body Recovered) ঘটনায় সমন্বয়ের অভাবের অভিযোগ উঠেছে ৷ এই নিয়ে অভ্যন্তরীণ তদন্ত শুরু করল লালবাজার ৷

Lalbazar Probes into the matter how Haridevpur Youth Body Recovery messege overlooked
Kolkata Police: অয়নের দেহ উদ্ধারের তথ্য কেন নজর এড়িয়ে গেল, অভ্যন্তরীণ তদন্ত লালবাজারের

By

Published : Oct 8, 2022, 5:35 PM IST

কলকাতা, 8 অক্টোবর : বাগুইআটিতে জোড়া খুনেও (Baguiati Double Murder) রাজ্য পুলিশের সঙ্গে বিধাননগর কমিশনারেট পুলিশের মধ্যে সমন্বয়ের অভিযোগ উঠেছিল ৷ এবার সেই একই অভিযোগ উঠল হরিদেবপুরের অয়ন মণ্ডলের খুনের ঘটনায় ৷ অভিযোগ, দেহ সনাক্তকরণের জন্য ডায়মন্ড হারবার পুলিশ জেলার তরফে সমস্ত তথ্য পাঠানোর পরও বিষয়টি নজর এড়িয়ে যায় কলকাতা পুলিশের (Kolkata Police) ৷

কেন এমন ঘটনা ঘটল ? কেন এই সমন্বয়ের অভাব ? কেন ইমেল যথাসময়ে দেখা হয়নি ? এই প্রশ্নগুলির সম্মুখীন হতে হচ্ছে কলকাতা পুলিশকে ৷ তাই এই ঘটনায় আসলে কার গাফলতি ছিল, তা খতিয়ে দেখছে কলকাতা পুলিশ ৷ লালবাজারের (Lalbazar) তরফে অভ্য়ন্তরীণ তদন্তও শুরু হয়েছে এই নিয়ে ৷

এদিকে অয়নের খুনে (Haridevpur Youth Body Recovered) একাধিক তত্ত্ব উঠে আসছে ৷ অভিযোগ, বিজয়া দশমীর রাতে মত্ত অবস্থায় বান্ধবী ও বান্ধবীর মাকে শারীরিকভাবে হেনস্তা করেন অয়ন ৷ দিদি ও মায়ের সম্মানরক্ষার্থে বান্ধবীর ভাই অয়নকে খুন করে ৷ আপাতত এই তথ্য উঠে এসেছে তদন্তকারীদের হাতে ৷ এর মধ্যে কতটা সত্যতা আছে, তা খতিয়ে দেখছে পুলিশ ৷

এখনও পর্যন্ত তদন্তের ভিত্তিতে পুলিশ জানতে পেরেছে, দশমীর রাতে 12টা নাগাদ বান্ধবীর বাড়িতে পৌঁছায় অয়ন । অভিযোগ, সেই সময় অয়ন মত্ত অবস্থায় ছিল । অয়ন তাঁর বান্ধবীর মায়ের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে । তাঁকে শারীরিকভাবে নিগ্রহ করে ৷ সেই সময়ে অয়নের বান্ধবী চলে আসে ৷ তখন বান্ধবীর উপর মত্ত অবস্থায় চড়াও হন অয়ন । মারধরের চেষ্টা করেন ৷

পুলিশ জানতে পেরেছে, বান্ধবীর ভাই ঘরে ঢুকে গোটা ঘটনাটি দেখেন । এরপরেই অয়নের মাথায় ভারী এবং ভোঁতা কোনও বস্তু দিয়ে আঘাত করেন বান্ধবীর ভাই । মাটিতে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন অয়ন । তার পর রীতিমতো ঠান্ডা মাথায় অয়নকে রক্তাক্ত অবস্থায় অন্য ঘরে নিয়ে যাওয়া হয় ৷

অভিযোগ, এরপর ঘটনাস্থলে আসেন বান্ধবীর বাবা দীপক জানা । এরপর দেহ গায়েব করে দেওয়ার গোটা প্ল্যান সাজায় বান্ধবীর বাবা । কাউকে কিছু না জানিয়ে চুপচাপ অয়নের বান্ধবীর ভাই তাঁর দুই বন্ধুকে ডাকেন ৷ তাঁদের দিয়ে 2 হাজার টাকার বিনিময় দক্ষিণ কলকাতার কুঁদঘাট থেকে একটি গাড়ি ভাড়া করেন ।

আরও অভিযোগ, এরপর সেই গাড়ি চালককে বলা হয় কিছু জিনিস এই ব্যাগে রয়েছে । কিন্তু গোটা ব্যাপারটি গাড়ি চালক বুঝে গেলে তাঁকে অতিরিক্ত টাকা দিয়ে রাজি করানো হয় ৷ এরপর রাতের অন্ধকারে দক্ষিণ 24 পরগনার মগরাহাটের কাটকোলির কাছে একটি নির্জন জায়গায় অয়নের দেহ একটি বস্তায় মুড়ে ফেলে দেওয়া হয় ।

আরও পড়ুন :'আমি সন্তান-সম্ভবা', অয়নের নিখোঁজ হওয়ার দিন তাঁর মা'কে জানায় বান্ধবী

ABOUT THE AUTHOR

...view details