কলকাতা, 3 জানুয়ারি : নতুন করে করোনা আক্রান্ত কলকাতা পুলিশের একাধিক উচ্চপদস্থ আধিকারিক থেকে শুরু করে নীচুতলার বেশ কয়েকজন কর্মী। ওমিক্রন আবহে তাই কলকাতা পুলিশের আওতায় থাকা প্রত্যেকটি থানায় আইসোলেশন লক-আপ তৈরির চিন্তাভাবনা করছে লালবাজার (Lalbazar plan to arrange isolation lock up in every police station under Kolkata Police)। ব্যাপক হারে সংক্রমণ, পাশাপাশি ওমিক্রনের দ্রুত সংক্রমণের কথা মাথায় রেখেই মূলত এই ভাবনা কলকাতা পুলিশের সদর দফতরের ৷
কোনও বন্দি করোনা আক্রান্ত হলে তা মুহূর্তের মধ্যে অন্যান্য বন্দি এবং সংশ্লিষ্ট থানার পুলিশ কর্মীদের শরীরে ছড়িয়ে পড়তে পারে। আইসোলেশন লক-আপ তৈরি করে সেই সংক্রমণে রাশ টানা যেতে পারে বলে মনে করছে লালবাজার ৷ কিন্তু গোটা পরিকাঠামো কীভাবে বাস্তবায়িত হবে, সে সম্পর্কে স্পষ্ট কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।