পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Shibpur Money Recovery Case: শিবপুরে টাকা উদ্ধারের ঘটনায় পান্ডে ভাইদের নামে লুকআউট নোটিশ লালবাজারের

শিবপুরের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধারের ঘটনায় পলাতক পান্ডে ভাইদের নামে লুকআউট নোটিশ জারি করেছে লালবাজার (Lalbazar Issues Lookout Notice on Pandey Brothers) ৷ পুলিশ সূত্রে খবর, হাওয়ালা মারফত বিদেশ থেকে কালো টাকা এনে সাদা করেতন মূল অভিযুক্ত শৈলেশ পান্ডে (Shibpur Money Laundering Case) ৷

Lalbazar Issues Lookout Notice on Pandey Brothers in Shibpur Money Recovery Case
Lalbazar Issues Lookout Notice on Pandey Brothers in Shibpur Money Recovery Case

By

Published : Oct 17, 2022, 10:29 AM IST

Updated : Oct 17, 2022, 11:13 AM IST

কলকাতা, 17 অক্টোবর: শিবপুর মন্দিরতলায় ফ্ল্যাটে কয়েক কোটি টাকা উদ্ধারের (Shibpur Money Laundering Case) ঘটনায় পলাতক পান্ডে ব্রাদার্সের নামে লুকআউট নোটিশ জারি করল লালবাজার (Lalbazar Issues Lookout Notice on Pandey Brothers) ৷ মূল অভিযুক্ত শৈলেশ পান্ডেকে (Shailesh Pandey) পুলিশ রবিবার থেকে খুঁজছে ৷ সেই সঙ্গে তাঁর 2 ভাই রোহিত পান্ডে ও অরবিন্দ পান্ডেরও কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না ৷ তাই এই তিনজনের হদিশ পেতে লালবাজারের তরফে লুকআউট নোটিশ জারি করা হয়েছে বলে সূত্রে খবর ৷

লালবাজার সূত্রে খবর, বিদেশ থেকে কালো টাকা হাওয়ালা মারফত আনিয়ে সাদা টাকায় পরিণত করতেন পেশায় চাটার্ড অ্যাকাউন্টেন্ট শৈলেশ পান্ডে ৷ তাঁর এই বেআইনি কাজের সঙ্গে দুই ভাই রোহিত এবং অরবিন্দ পান্ডেও জড়িত রয়েছেন বলে পুলিশের তরফে জানানো হয়েছে ৷ লালবাজার সূত্রে খবর, যে টাকা রবিবার শিবপুরের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে, তার অধিকাংশটাই বিদেশ থেকে এসেছে ৷ জানা গিয়েছে চাটার্ড অ্যাকাউন্টেন্ট হিসাবে একাধিক ব্যবসায়ী এবং অভিজাত ব্যক্তিদের অ্যাকাউন্টের হিসাব রাখতেন এই শৈলেশ পান্ডে ৷ সেই সূত্রেই বিদেশ থেকে বিপুল পরিমাণ কালো টাকা ভারতের বাজারে এনে সাদা করতেন শৈলেশ পান্ডে এবং তাঁর দুই ভাই ৷

লালবাজারের গোয়েন্দাদের অনুমান টাকা উদ্ধারের ঘটনা সামনে আসতেই শৈলেশ, রোহিত এবং অরবিন্দ বিদেশেও পালিয়ে গিয়ে থাকতে পারেন ৷ প্রসঙ্গত, হাওড়া শিবপুরে শৈলেশ পান্ডের দু’টি ফ্ল্যাটে রবিবার হানা দেয় লালবাজারের গোয়েন্দারা ৷ ওই ফ্ল্যাট দু’টি থেকে সব মিলিয়ে প্রায় 8 কোটি টাকা বাজেয়াপ্ত করা হয় ৷ পাশাপাশি, শৈলেশ পান্ডের একটি ব্যাংক অ্যাকাউন্টে 20 কোটি টাকা পাওয়া গিয়েছে ৷ অ্যাকাউন্টটি ইতিমধ্যে ফ্রিজ করা হয়েছে ৷

আরও পড়ুন:আর্থিক জালিয়াতিতে অভিযুক্ত হাওড়ার ব্যবসায়ীর বাড়িতে ফের পুলিশি হানা, পলাতক অভিযুক্ত

লালবাজার সূত্রে খবর, কলকাতায় পান্ডে ভাইদের নামে একাধিক ফ্ল্যাটের হদিশ পেয়েছেন গোয়েন্দারা ৷ সেই ফ্ল্যাটগুলিতেও বিপুল পরিমাণ টাকা লুকিয়ে রাখা হয়েছে বলে মনে করা হচ্ছে ৷ পাশাপাশি, একাধিক ভুয়ো সংস্থা খুলেছিলেন চাটার্ড অ্যাকাউন্টেন্ট শৈলেশ পান্ডে ৷ সেই সংস্থাগুলির নামে ব্যাংকে অ্যাকাউন্ট খোলা হয়েছিল ৷ আর সেই অ্যাকাউন্টের মাধ্যমেই কালো টাকা সাদা করতেন শৈলেশ পান্ডে এবং তাঁর দুই ভাই ৷

Last Updated : Oct 17, 2022, 11:13 AM IST

ABOUT THE AUTHOR

...view details