কলকাতা, 17 অক্টোবর: শিবপুর মন্দিরতলায় ফ্ল্যাটে কয়েক কোটি টাকা উদ্ধারের (Shibpur Money Laundering Case) ঘটনায় পলাতক পান্ডে ব্রাদার্সের নামে লুকআউট নোটিশ জারি করল লালবাজার (Lalbazar Issues Lookout Notice on Pandey Brothers) ৷ মূল অভিযুক্ত শৈলেশ পান্ডেকে (Shailesh Pandey) পুলিশ রবিবার থেকে খুঁজছে ৷ সেই সঙ্গে তাঁর 2 ভাই রোহিত পান্ডে ও অরবিন্দ পান্ডেরও কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না ৷ তাই এই তিনজনের হদিশ পেতে লালবাজারের তরফে লুকআউট নোটিশ জারি করা হয়েছে বলে সূত্রে খবর ৷
লালবাজার সূত্রে খবর, বিদেশ থেকে কালো টাকা হাওয়ালা মারফত আনিয়ে সাদা টাকায় পরিণত করতেন পেশায় চাটার্ড অ্যাকাউন্টেন্ট শৈলেশ পান্ডে ৷ তাঁর এই বেআইনি কাজের সঙ্গে দুই ভাই রোহিত এবং অরবিন্দ পান্ডেও জড়িত রয়েছেন বলে পুলিশের তরফে জানানো হয়েছে ৷ লালবাজার সূত্রে খবর, যে টাকা রবিবার শিবপুরের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে, তার অধিকাংশটাই বিদেশ থেকে এসেছে ৷ জানা গিয়েছে চাটার্ড অ্যাকাউন্টেন্ট হিসাবে একাধিক ব্যবসায়ী এবং অভিজাত ব্যক্তিদের অ্যাকাউন্টের হিসাব রাখতেন এই শৈলেশ পান্ডে ৷ সেই সূত্রেই বিদেশ থেকে বিপুল পরিমাণ কালো টাকা ভারতের বাজারে এনে সাদা করতেন শৈলেশ পান্ডে এবং তাঁর দুই ভাই ৷