কলকাতা, 22 অগস্ট : শহর কলকাতায় তুলনামূলকভাবে বৃদ্ধি পেয়েছে জালিয়াতি এবং ছিনতাইয়ের মতো ঘটনা ৷ গত দু’মাসের তুলনায় এ মাসে ছিনতাই ও জালিয়াতির ঘটনা অনেকটাই বেড়েছে বলে লালবাজার (Lalbazar) সূত্রে খবর । তবে, তুলনামূলকভাবে কমেছে চুরি ৷ সম্প্রতি অপরাধ নিয়ে কলকাতা পুলিশের মাসিক বৈঠকে বেশ কিছু ঘটনা নিয়ে বেশ উদ্বেগপ্রকাশ করেছেন পুলিশ কমিশনার সৌমেন মিত্র (Soumen Mitra) ৷ তাই এবার ছিনতাই (Snatching) ও জালিয়াতি (fraud)-র মতো ঘটনা কমাতে আধিকারিকদের কড়া পদক্ষেপ করতে নির্দেশ দিলেন তিনি ৷
তবে, কলকাতার বুকে ঘটে যাওয়া অপরাধ কমানোর দায় যে শুধুমাত্র লালবাজারের গোয়েন্দা বিভাগের নয়, সেটাও বুঝিয়ে দিয়েছেন সৌমেন মিত্র ৷ কমিশনার প্রত্যেকটি থানাকেও এ বিষয় সক্রিয় হতে নির্দেশ দিয়েছেন ৷ সম্প্রতি কলকাতা পুলিশ সহ কলকাতা পৌরনিগমে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে একাধিক যুবককে লক্ষাধিক টাকার প্রতারণার ফাঁদে ফেলেছে জালিয়াতরা ৷ যে জালিয়াতির ঘটনায় প্রথম দিকে কাশীপুর থানা তদন্তভার নিলেও, পরবর্তীকালে সেই তদন্তভার গিয়ে পড়ে লালবাজারের গোয়েন্দা বিভাগে ৷ এখনও সেই ঘটনাগুলিতে কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ ৷
পাশাপাশি চলতি সপ্তাহেই নিজেকে জাদুকর পিসি সরকার জুনিয়রের আত্মীয় বলে পরিচয় দিয়ে, এক ব্যবসায়ীর কাছ থেকে প্রায় 53 লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ ওঠে এক ব্যক্তির বিরুদ্ধে ৷ তাকেও গ্রেফতার করতে পারেনি লালবাজার ৷ পাশাপাশি সম্প্রতি কলকাতা ময়দানে ভোরে এক প্রাতঃভ্রমণকারীর ফোন ছিনতাইয়ের চেষ্টা করে কয়েকজন দুষ্কৃতী ৷ অভিযোগ তাদের বাধা দিলে ওই প্রাতঃভ্রমণকারীকে রাস্তায় ফেলে এলোপাথাড়ি ভাবে কোপানো হয় ৷ পরে ওই ব্যক্তির ফোন ছিনতাই করে পালায় অভিযুক্তরা ৷