কলকাতা, 22 সেপ্টেম্বর: পুজোর দিনগুলিতে যাতে শহরে কোনওপ্রকারের অপ্রীতিকর ঘটনা না-ঘটে, তার জন্য এবার বাড়তি সতর্ক লালবাজার। করোনার প্রভাবে প্রায় দু'বছর পর বাঙালির শ্রেষ্ঠ উৎসব (Durga Puja 2022) একাধিক নিষেধ কাটিয়ে উঠেছে ৷ ফলে এবারের দুর্গোৎসব অনেকটাই আলাদা । সেই উৎসবের মেজাজে যাতে কোনওভাবে তাল না-কাটে, সেজন্য কলকাতা পুলিশের প্রত্যেকটি থানার অফিসার ইন-চার্জ এবং সংশ্লিষ্ট থানাগুলির এআরও অর্থাৎ অ্যান্টি রাউডি অফিসারদের সতর্ক করল লালবাজার (Lalbazar is careful to avoid mishap) ।
কলকাতা পুলিশ সূত্রের খবর, কলকাতার নগরপাল বিনীত গোয়েল ইতিমধ্যেই শহরের প্রত্যেকটি থানার অফিসার ইন-চার্জ এবং বিশেষ করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগকে এই বিশেষ দায়িত্ব দিয়েছেন । পাশাপাশি গোয়েন্দা ইন্টেলিজেন্সের দক্ষতাও বাড়াতে বলা হয়েছে । অ্যান্টি রাউডি অফিসারদের রাফ রেজিস্টার (এলাকার দাগি অভিযুক্তদের যাবতীয় যে বিশেষ ডায়রি কিংবা খাতায় থাকে) নিয়মিত আপডেট করতে বলা হয়েছে ।
আরও পড়ুন: আজ থেকেই পুজো মণ্ডপ উদ্বোধন শুরু মমতার, প্রথম যাবেন সল্টলেকের এফডি ব্লকে