পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Mamata Banerjee: মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনার তদন্তে সিট গঠন লালবাজারের - সিট গঠন লালবাজারের

গত শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে ঢুকে পড়ে উত্তর 24 পরগনার বসিরহাটের বাসিন্দা হাফিজুল মোল্লা । পরে তাকে দেখতে পেয়ে আটক করে কালীঘাট থানার হাতে তুলে দেন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা রক্ষীরা (CM Security Breach)।

Mamata Banerjee security
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

By

Published : Jul 5, 2022, 6:45 PM IST

Updated : Jul 5, 2022, 7:15 PM IST

কলকাতা, 5 জুলাই: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনায় (CM Security Breach) এবার বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করল লালবাজার । কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের উচ্চপদস্থ আধিকারিক ও কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দাদের নিয়ে এই বিশেষ দল গঠন করা হয়েছে ৷

সূত্রের খবর, এই তদন্তকারী দলে থাকছেন কলকাতা পুলিশের ডিসিডিডি স্পেশাল এবং ডিসি এফটিএফ ৷ সিট গঠনের পর এবার ধৃত হাফিজুল মোল্লাকে জেরা করবেন এই তদন্তকারী দলের গোয়েন্দারা ৷ বর্তমানে পুলিশি হেফাজতে আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হরিশ চ্যাটার্জী স্ট্রিটের বাড়িতে ঢুকে ঘাপটি মেরে বসে থাকা হাফিজুল মোল্লা ৷ তার কাছ থেকে একটি লোহার রড উদ্ধার করেছেন তদন্তকারীরা ৷ কেন সে ওই রড হাতে মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়েছিল তা জানতে চান গোয়েন্দারা ৷

আরও পড়ুন: নবান্ন ও মুখ্যমন্ত্রীর বাড়িতে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা

গত শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে ঢুকে পড়ে উত্তর 24 পরগনার বসিরহাটের বাসিন্দা হাফিজুল মোল্লা । পরে তাকে দেখতে পেয়ে আটক করে কালীঘাট থানার হাতে তুলে দেন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা রক্ষীরা । ধৃত হাফিজুলকে ইতিমধ্যেই লালবাজারে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা ৷ জানা গিয়েছে, এক একবার এক একরকম বয়ান দিচ্ছে হাফিজুল ৷ সিটের তদন্তকারী তাকে ফের জেরা করবেন ৷

Last Updated : Jul 5, 2022, 7:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details