কলকাতা, 9 জানুয়ারি : কুমারগঞ্জে কিশোরীকে গণধর্ষণের ঘটনায় মিছিলের ডাক দিয়েছিল রাজ্য BJP ৷ মিছিল হওয়ার কথা ছিল নন্দন থেকে হাজরা মোড় পর্যন্ত ৷ অনুমতি চাওয়া হয়েছিল কলকাতা পুলিশের কাছে । লালবাজার সূত্রের খবর, অনুমতি দেওয়া হয়নি । কিন্তু, নিজেদের অবস্থানে অনড় BJP। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, অনুমতি না পেলেও তাঁরা মিছিল করছেন ৷
অনুমতি দিল না লালবাজার, মিছিলে অনড় BJP - Kolkata police
যদিও লালবাজার সূত্রে খবর, আজ দুপুরের পর BJP-র তরফে মিছিলের জন্য অনুমতি চাওয়া হয় । বলা হয়, কুমারগঞ্জের ঘটনার প্রতিবাদে নন্দন থেকে হাজরা পর্যন্ত মিছিল করা হবে । পুলিশের দাবি, এত কম সময়ের মধ্যে মিছিলের অনুমতি দেওয়ার সুযোগ ছিল না ।
যদিও লালবাজার সূত্রে খবর, আজ দুপুরের পর BJP-র তরফে মিছিলের জন্য অনুমতি চাওয়া হয় । বলা হয়, কুমারগঞ্জের ঘটনার প্রতিবাদে নন্দন থেকে হাজরা পর্যন্ত মিছিল করা হবে । পুলিশের দাবি, এত কম সময়ের মধ্যে মিছিলের অনুমতি দেওয়ার সুযোগ ছিল না । এমনিতেই প্রধানমন্ত্রীর সফর নিয়ে ব্যস্ত রয়েছে লালবাজার । তার মধ্যে ওই মিছিলের জন্য সব ধরনের ব্যবস্থা করা পুলিশের পক্ষে সম্ভব ছিল না । বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে রাজ্য BJP-কে । BJP-র তরফে রাজু বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, "মিছিলের অনুমতির জন্য BJP হাইকোর্টের দ্বারস্থ হয়েছে । লোকজন তৈরি আছে । আইনানুগ পথে মিছিলের চেষ্টা করা হবে ।" যদিও BJP-র একাংশ মনে করছে আগের অনেক ঘটনার মতোই ইচ্ছাকৃতভাবে এই অনুমতি দেওয়া হয়নি । সেই সূত্রেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছে তারা । "আমরা মিছিলের জন্য লালবাজারে অনুমতি চেয়েছিলাম ৷ কিন্তু পুলিশ অনুমতি দেয়নি ৷ আমরা হাইকোর্টের দারস্থ হয়েছি ৷ যেহেতু এই মিছিল আমাদের পূর্ব পরিকল্পিত কর্মসূচি তাই কাল আমরা মিছিল করব৷" জানিয়েছেন দিলীপ ঘোষ ৷
প্রসঙ্গত, বরিবার কুমারগঞ্জে গণধর্ষণের শিকার হয় কিশোরী । পরিবারের ইচ্ছে ছিল ভালো পাত্র পেলে ওই কিশোরীর বিয়ে দিয়ে দেবেন । কিন্তু কিশোরী নিজের আলাদা ইচ্ছে ছিল ৷ তাঁর ইচ্ছে ছিল প্রেমিক মাহবুরকে বিয়ে করার । তাই বাড়ি থেকে ছেলে দেখার বিষয়টি মাহবুর রহমানকে জানিয়েছিলেন সে । কিন্তু প্রেমিককে বিয়ে করার সেই ইচ্ছে আর পূরণ হয়নি তাঁর ৷ সোমবার সকালে কুমারগঞ্জ ব্লকের সাফারনগর গ্রাম পঞ্চায়েতের বেলঘর এলাকা থেকে উদ্ধার হয় কিশোরীর অগ্নিদগ্ধ দেহ । ময়নাতদন্তের রিপোর্ট বলছে, গণধর্ষণের পর গলার নলি কাটা হয়েছিল । তারপর তাকে পুড়িয়ে দেবার চেষ্টা হয়েছিল । ঘটনার তদন্তে নেমে মাহবুরসহ আরও দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ ।