পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

থানা ও মালখানা পরিচ্ছন্ন রাখলে পুরস্কার দেবে লালবাজার - সৌমেন মিত্র

থানার মালখানা পরিষ্কারের নির্দেশের পর এবার যে থানা সবচেয়ে ভাল পরিচ্ছন্নতা বজায় রাখবে তাদের পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করল লালবাজার ৷ জুলাই মাসে এই পুরস্কার দেওয়া হবে ৷

lalbazar-declear-prize-for-best-clean-police-station-of-kolkata
থানা ও তার মালখানা পরিচ্ছন্ন রাখলে পুরস্কার দেবে লালবাজার

By

Published : Jun 3, 2021, 3:30 PM IST

কলকাতা, 3 জুন : করোনা পরিস্থিতিতে কলকাতার পুলিশ স্টেশনগুলি পরিষ্কার রাখতে এবং দৃশ্য দূষণ কমাতে অভিনব প্রয়াস লালবাজারের । তার জন্য অবিলম্বে থানার চারপাশে এবং বিশেষ করে থানার মালখানা চত্বরকে পরিষ্কার রাখার নির্দেশ দিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্র ৷ এবার আরও একটি নতুন ঘোষণা করল লালবাজার । ঘোষণা করা হয়েছে, জুলাই মাসের মধ্যে শহরের প্রতিটি থানাকে সুসজ্জিত করে তুলতে হবে ৷ যারা সবচেয়ে ভাল করে পরিচ্ছন্নতা বজায় রাখবে, সেই থানাকে জুলাই মাসের শেষে পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে ৷

কী এই মালখানা ?

প্রতিটি থানার একটি বিশেষ স্থানে একাধিক গাড়ি, মোটর বাইক থেকে শুরু করে পণ্যবাহী গাড়ি রাখা থাকে । সেই জায়গাটিকে মালখানা বলা হয় ৷ মূলত গাড়ি, মোটর বাইক কিংবা পণ্যবাহী গাড়ি ট্রাফিক আইন লঙ্ঘন করে বা নিয়ম ভাঙার জন্য বাজেয়াপ্ত করা হলে মালখানায় রাখা হয় ৷ এছাড়াও অবৈধ জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য আটক হওয়া গাড়ি এবং দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলিকে থানার এই মালখানায় রাখা হয় ।

আরও পড়ুন : ডিভিশনাল ডিসির তত্ত্বাবধানেই হতে পারে পুলিশদের 'ওয়ার্ক ফ্রম হোম'

আইনি জটিলতা মিটিয়ে সংশ্লিষ্ট গাড়ির চালক কিংবা মালিক গাড়ি আদালত থেকে ছাড়িয়ে নিয়ে যান ৷ কিন্তু বেশ কিছু বছর ধরে দেখা যাচ্ছে, শহরের প্রতিটি থানার বাইরে মালখানাগুলি নোংরা আবর্জনার স্তুপ হয়ে উঠছে । করোনা আবহের মধ্যে সেগুলি যেমন ক্ষতিকর, ঠিক তেমনি শহরের দৃশ্য দূষণের জন্য দায়ী এই মালখানাগুলি । তাছাড়া বৃষ্টির জল একাধিক সময় জমে থাকে সেখানে । ফলে মশার ডিম পাড়ে সেই জায়গাগুলিতে ৷ তাই এবার মালখানাগুলিকে নিয়মিত পরিষ্কার রাখার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশ কমিশনার সৌমেন মিত্রের তরফে ।

ABOUT THE AUTHOR

...view details