কলকাতা, 8 ডিসেম্বর : শহরে ফের বেআইনি কল সেন্টারের হদিশ পেল লালবাজার ৷ গোপন সূত্রে খবর পেয়ে, মঙ্গলবার রাতেই অভিযান চালায় কলকাতা পুলিশের সাইবার সেল (Lalbazar Cyber Cell) এবং থানার পুলিশ ৷ লেক থানা এলাকায় একটি ফ্ল্যাট ভাড়া করে চলছিল এই বেআইনি কল সেন্টার (Fake Call Center in Lake Area) ৷ এই ঘটনায় মোট চারজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ধৃতদের নাম রমেশ রায়, বিনোদ দাস, সৌমেন গোমস এবং সনম আলি ৷
বহুদিন ধরেই বেআইনি এই কল সেন্টার চালাচ্ছিলেন ধৃতরা ৷ সম্প্রতি শহরে অনলাইন প্রতারণার ঘটনা বাড়তে থাকার পর, লালবাজার থেকে এ নিয়ে তদন্ত শুরু করা হয় ৷ সেই তদন্তে গত কয়েকমাসে শহরের বেশ কয়েকটি এলাকায় এমন ভুয়ো কল সেন্টারে অভিযান চালায় পুলিশ ৷ লেক থানা এলাকার ঘটনায় ধৃত চারজনের বিরুদ্ধে অপরাধ সংগঠিত করার জন্য জড়ো হওয়া ৷ অনলাইনের মাধ্যমে জালিয়াতি সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে সাইবার সেল ৷ ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক সিপিইউ, কম্পিউটারের মনিটর একাধিক পেনড্রাইভ ও হার্ড ডিস্ক এবং নগদ দশ লক্ষ টাকা ৷