পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

শহরের স্কুলগুলোতে SOP চালুর ভাবনা লালবাজারের - SOP

শহরের বিভিন্ন স্কুলে SOP চালু করার জন্য কলকাতা পুলিশের উচ্চপদস্থ কর্তারা বৈঠক করেছেন । সূত্রের খবর, খুব দ্রুত এই পরিকল্পনা বাস্তবায়িত করবে লালবাজার ।

লালবাজার

By

Published : Jul 4, 2019, 3:12 PM IST

Updated : Jul 4, 2019, 3:30 PM IST

কলকাতা, 4 জুলাই : এবার থেকে শহরের স্কুলে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (SOP) চালুর সিদ্ধান্ত নিল লালবাজার । সূত্রের খবর, খুব দ্রুত এই পরিকল্পনা বাস্তবায়িত করা হবে । শহরের বিভিন্ন স্কুলে SOP চালু করার জন্য কলকাতা পুলিশের উচ্চপদস্থ কর্তারা বৈঠক করেছেন ।

লালবাজার সূত্রে খবর, মূলত জোর দেওয়া হবে CCTV-র ক্ষেত্রে। সমস্ত স্কুল কর্তৃপক্ষকেই CCTV বসানোর কথা বলা হবে। বিশেষ করে স্কুলের শৌচালয়ের সামনে CCTV বসানোর নির্দেশ দেওয়া হবে । সেই ফুটেজ দেখার জন্য সবসময় একজনকে নিয়োগ করতে হবে। যাতে কোনও ছাত্র কিংবা ছাত্রী শৌচালয়ে বেশি সময় না থাকে । ফাঁকা ক্লাসরুমগুলোর দিকে বিশেষ নজর রাখতে হবে। লালবাজার চাইছে, পড়ুয়াদের অভিভাবকদের সঙ্গে আরও বেশি করে সমন্বয় বাড়াক স্কুল কর্তৃপক্ষ । এরফলে পড়ুয়াদের মানসিক অবস্থা সম্পর্কে স্কুল কর্তৃপক্ষের ধারণা থাকবে । কোনও ছাত্র বা ছাত্রী যদি মানসিক অবসাদে ভোগে তাহলে তার দিকেও বিশেষ নজর রাখতে হবে ।

আরও পড়ুন : শহরের সুরক্ষায় লালবাজারের নতুন পদক্ষেপ, বসছে 10 হাজার CCTV

সাধারণত স্কুলের গণ্ডির মধ্যে নিরাপত্তা নিয়ে পুলিশের কিছু করার নেই । স্কুলের নিরাপত্তার দায়ভার স্কুল কর্তৃপক্ষের । কিন্তু সম্প্রতি কৃতিকা পাল ও বালিগঞ্জের একটি নামী স্কুলের ঘটনায় নড়ে বসেছে লালবাজার কর্তৃপক্ষ । অনেকেই নিরাপত্তাহীনতায় ভুগছে । তাই কৃতিকা পালের ঘটনার পর শহরের বিভিন্ন স্কুলও পরিদর্শন করেছেন পুলিশের উচ্চপদস্থ কর্তারা । তাছাড়া এ ধরনের অনভিপ্রেত ঘটনা রুখতে তৎপর লালবাজার। তাই স্কুল কর্তৃপক্ষদের বিশেষ কিছু নির্দেশনামা দিতে চাইছে কলকাতা পুলিশ । নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতালের ঘটনার পর লালবাজারের তরফে স্বাস্থ্য দপ্তর ও বড় হাসপাতাল কর্তৃপক্ষদের বেশ কিছু নির্দেশ দেওয়া হয় । একইভাবে স্কুলগুলোর জন্য নির্দেশিকা তৈরি করতে চলেছে লালবাজার ।

আরও পড়ুন : বেপরোয়া বাইকে কড়া কলকাতা পুলিশ, 2 দিনেই সাড়ে ৩ হাজার মামলা

Last Updated : Jul 4, 2019, 3:30 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details