কলকাতা, 4 জুলাই : এবার থেকে শহরের স্কুলে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (SOP) চালুর সিদ্ধান্ত নিল লালবাজার । সূত্রের খবর, খুব দ্রুত এই পরিকল্পনা বাস্তবায়িত করা হবে । শহরের বিভিন্ন স্কুলে SOP চালু করার জন্য কলকাতা পুলিশের উচ্চপদস্থ কর্তারা বৈঠক করেছেন ।
লালবাজার সূত্রে খবর, মূলত জোর দেওয়া হবে CCTV-র ক্ষেত্রে। সমস্ত স্কুল কর্তৃপক্ষকেই CCTV বসানোর কথা বলা হবে। বিশেষ করে স্কুলের শৌচালয়ের সামনে CCTV বসানোর নির্দেশ দেওয়া হবে । সেই ফুটেজ দেখার জন্য সবসময় একজনকে নিয়োগ করতে হবে। যাতে কোনও ছাত্র কিংবা ছাত্রী শৌচালয়ে বেশি সময় না থাকে । ফাঁকা ক্লাসরুমগুলোর দিকে বিশেষ নজর রাখতে হবে। লালবাজার চাইছে, পড়ুয়াদের অভিভাবকদের সঙ্গে আরও বেশি করে সমন্বয় বাড়াক স্কুল কর্তৃপক্ষ । এরফলে পড়ুয়াদের মানসিক অবস্থা সম্পর্কে স্কুল কর্তৃপক্ষের ধারণা থাকবে । কোনও ছাত্র বা ছাত্রী যদি মানসিক অবসাদে ভোগে তাহলে তার দিকেও বিশেষ নজর রাখতে হবে ।