কলকাতা, 26 জানুয়ারি : অসুস্থ মন্ত্রী অরূপ রায়কে দেখতে মঙ্গলবার বিকেলে হাসপাতালে গেলেন লক্ষ্মীরতন শুক্লা। হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার সময় তিনি জানান, সকলের শুভেচ্ছা রয়েছে। মন্ত্রী তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন।
আলিপুরে অবস্থিত বেসরকারি একটি হাসপাতালে গত রবিবার দুপুর থেকে মন্ত্রী অরূপ রায়ের চিকিৎসা চলছে। মন্ত্রীর হার্টের একটি আর্টারিতে ব্লক ধরা পড়েছে। স্টেন্ট বসিয়ে ওই ব্লক দূর করা হয়েছে। গতকাল, সোমবার মন্ত্রীকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়, সদ্য প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। আর আজ, মঙ্গলবার মন্ত্রী অরূপ রায়কে হাসপাতালে দেখতে গেলেন লক্ষ্মীরতন শুক্লা।