পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

মহিলা বক্সার হেনস্থায় ট্র্যাফিক পুলিশের ভূমিকা খতিয়ে দেখবে তদন্ত কমিটি

আন্তর্জাতিক মহিলা বক্সার সুমন কুমারীর হেনস্থার ঘটনায় DC ট্র্যাফিক সন্তোষ পান্ডের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করলেন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা । সূত্রের খবর, ওই পুলিশকর্মীকে সাসপেন্ড বা শোকজ় করা হতে পারে ।

সুমন কুমারী

By

Published : Jun 30, 2019, 2:34 PM IST

Updated : Jun 30, 2019, 2:50 PM IST

কলকাতা, 30 জুন: আন্তর্জাতিক মহিলা বক্সার সুমন কুমারীর হেনস্থার ঘটনায় DC ট্র্যাফিক সন্তোষ পান্ডের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করলেন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা । মিস ইন্ডিয়া ইউনির্ভাস উষসী সেনগুপ্তর হেনস্থার ঘটনার পর কলকাতার রাস্তায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্সার সুমন কুমারীও হেনস্থার শিকার হন । এতেই ক্ষুব্ধ হন CP । DC ট্র্যাফিকের নেতৃত্বে তদন্ত কমিটি ঘটনাস্থানে কর্তব্যরত পুলিশকর্মীর ভূমিকা খতিয়ে দেখবে বলে জানা গেছে। সূত্রের খবর, ওই পুলিশকর্মীকে সাসপেন্ড বা শোকজ় করা হতে পারে ।

বক্সার সুমন কুমারীর অভিযোগ, মোমিনপুর রিমাউন্ট রোডের মুখে কর্তব্যরত ট্র্যাফিক পুলিশ হেনস্থার সময় তাঁকে কোনও সাহায্য করেননি । সুমনের সঙ্গে অভদ্র আচরণের পাশাপাশি তাঁকে গালিগালাজ করেছিল এক যুবক । এই ঘটনার প্রতিবাদ করলে ওই যুবক পালটা তেড়ে যায় । এমনকী সুমনের গলাও চেপে ধরে । এই ঘটনার পর কর্তব্যরত ট্র্যাফিক পুলিশকে অভিযোগ জানালে তিনি সুমনকে কোনও সাহায্য না করে থানায় যাওয়ার পরামর্শ দেন । এই ঘটনার কথা জানতে পেরেই পুলিশ কমিশনার ক্ষোভ প্রকাশ করেন ।

দেখুন ভিডিয়ো

সম্প্রতি, মিস ইন্ডিয়া ইউনির্ভাস উষসী সেনগুপ্তর হেনস্থার ঘটনার পর কলকাতা পুলিশের সবকটি থানার উদ্দেশে জারি করা হয় SOP । কমিশনার নির্দেশ দিয়েছিলেন, আইনশৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে পরিস্থিতি বিশেষে থানা-এলাকা দেখলে চলবে না । ট্র্যাফিক ও থানাকে যৌথভাবে কাজ করতে হবে । তারপরেও বক্সার সুমনকে কেন রাস্তায় থাকা কর্তব্যরত ট্র্যাফিক পুলিশ সাহায্য করলেন তা নিয়ে তদন্ত শুরু করেছে লালবাজার ।

আরও পড়ুন : কলকাতার রাস্তায় মহিলা বক্সারকে হেনস্থা, দাঁড়িয়ে দেখল পুলিশ !

Last Updated : Jun 30, 2019, 2:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details