পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

মহিলা বক্সার হেনস্থায় ট্র্যাফিক পুলিশের ভূমিকা খতিয়ে দেখবে তদন্ত কমিটি - internal investigation

আন্তর্জাতিক মহিলা বক্সার সুমন কুমারীর হেনস্থার ঘটনায় DC ট্র্যাফিক সন্তোষ পান্ডের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করলেন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা । সূত্রের খবর, ওই পুলিশকর্মীকে সাসপেন্ড বা শোকজ় করা হতে পারে ।

সুমন কুমারী

By

Published : Jun 30, 2019, 2:34 PM IST

Updated : Jun 30, 2019, 2:50 PM IST

কলকাতা, 30 জুন: আন্তর্জাতিক মহিলা বক্সার সুমন কুমারীর হেনস্থার ঘটনায় DC ট্র্যাফিক সন্তোষ পান্ডের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করলেন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা । মিস ইন্ডিয়া ইউনির্ভাস উষসী সেনগুপ্তর হেনস্থার ঘটনার পর কলকাতার রাস্তায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্সার সুমন কুমারীও হেনস্থার শিকার হন । এতেই ক্ষুব্ধ হন CP । DC ট্র্যাফিকের নেতৃত্বে তদন্ত কমিটি ঘটনাস্থানে কর্তব্যরত পুলিশকর্মীর ভূমিকা খতিয়ে দেখবে বলে জানা গেছে। সূত্রের খবর, ওই পুলিশকর্মীকে সাসপেন্ড বা শোকজ় করা হতে পারে ।

বক্সার সুমন কুমারীর অভিযোগ, মোমিনপুর রিমাউন্ট রোডের মুখে কর্তব্যরত ট্র্যাফিক পুলিশ হেনস্থার সময় তাঁকে কোনও সাহায্য করেননি । সুমনের সঙ্গে অভদ্র আচরণের পাশাপাশি তাঁকে গালিগালাজ করেছিল এক যুবক । এই ঘটনার প্রতিবাদ করলে ওই যুবক পালটা তেড়ে যায় । এমনকী সুমনের গলাও চেপে ধরে । এই ঘটনার পর কর্তব্যরত ট্র্যাফিক পুলিশকে অভিযোগ জানালে তিনি সুমনকে কোনও সাহায্য না করে থানায় যাওয়ার পরামর্শ দেন । এই ঘটনার কথা জানতে পেরেই পুলিশ কমিশনার ক্ষোভ প্রকাশ করেন ।

দেখুন ভিডিয়ো

সম্প্রতি, মিস ইন্ডিয়া ইউনির্ভাস উষসী সেনগুপ্তর হেনস্থার ঘটনার পর কলকাতা পুলিশের সবকটি থানার উদ্দেশে জারি করা হয় SOP । কমিশনার নির্দেশ দিয়েছিলেন, আইনশৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে পরিস্থিতি বিশেষে থানা-এলাকা দেখলে চলবে না । ট্র্যাফিক ও থানাকে যৌথভাবে কাজ করতে হবে । তারপরেও বক্সার সুমনকে কেন রাস্তায় থাকা কর্তব্যরত ট্র্যাফিক পুলিশ সাহায্য করলেন তা নিয়ে তদন্ত শুরু করেছে লালবাজার ।

আরও পড়ুন : কলকাতার রাস্তায় মহিলা বক্সারকে হেনস্থা, দাঁড়িয়ে দেখল পুলিশ !

Last Updated : Jun 30, 2019, 2:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details