কলকাতা, 3 অক্টোবর :ভবানীপুরে (Bhabanipur) ট্রেন্ড স্পষ্ট হতেই বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্য়ায়কে (Locket Chatterjee) জবাব দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) ৷ উল্লেখ্য, গত 27 সেপ্টেম্বর একটি টুইট করেছিলেন কুণাল ৷ তাতে লকেটকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়েছিলেন তিনি ৷ ভবানীপুরের উপনির্বাচনে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের (Priyanka Tibrewal) প্রচারে লকেট যোগ না দেওয়ায় কুণাল যে খুব খুশি, সেটা বোঝাতেই ছিল এই টুইট বার্তা ৷ যা নিয়ে রাজ্য রাজনীতিতে কানাঘুষো শুরু হয়ে যায় ৷ তবে কি বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরছেন লকেট ? তবে সেই জল্পনায় জল ঢেলে দেন লকেট নিজেই ৷ পাল্টা টুইটে কুণালকে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) আসন বাঁচানোর পরামর্শ দেন বিজেপি নেত্রী ৷ রবিবার লকেটের সেই টুইটটিই রিটুইট করেছেন কুণাল ৷ সঙ্গে জুড়ে দিয়েছেন দু’টি লাইন ৷ কুণালের ভাষায়, ‘‘তাহলে, আমরা আমাদের কাজ করেছি ৷ আশা করি, আপনি খুশি এবং সন্তুষ্ট ৷’’
আরও পড়ুন :Kunal-Locket : আগে ভবানীপুরে মমতার হার বাঁচান, কুণালের টুইট-জল্পনার উত্তর লকেটের
কুণালের এই টুইট নজর কেড়েছে রাজনৈতিক মহলের ৷ এমনিতে মাঝমধ্যেই অন্যদের সঙ্গে টুইট যুদ্ধে জড়ান তৃণমূলের এই নেতা ৷ ভবানীপুরে উপনির্বাচনের আগেই লকেটের সঙ্গেও একপ্রস্থ ‘ভার্চুয়াল লড়াই’ হয় তাঁর ৷ ওয়াকিবহাল মহলের একাংশ মনে করছেন, 27 সেপ্টেম্বর কুণাল প্রথম যে টুইটটি করেছিলেন, তাতে কোথাও একটা লকেটের ‘ঘরে ফেরার’ প্রচ্ছন্ন ইঙ্গিত ছিল ৷ প্রসঙ্গত, অভিনেত্রী লকেটের রাজনৈতিক ইনিংস শুরু হয়েছিল তৃণমূলের হাত ধরেই ৷ পরে তিনি শিবির বদলান এবং দ্রুত সামনের সারিতে উঠে আসেন ৷ তাঁর জনপ্রিয়তার কথা মাথায় রেখেই একুশের বিধানসভা নির্বাচনে হুগলির চুঁচূড়া আসন থেকে সাংসদ লকেট চট্টোপাধ্য়ায়কে দাঁড় করায় বিজেপি ৷ কিন্তু, তৃণমূল প্রার্থীর কাছে পরাজিত হন তিনি ৷ এছাড়া, একুশের নির্বাচনেই হুগলির বিভিন্ন আসনে দলে নবাগতদের প্রার্থী হিসাবে দাঁড় করানোয় বিজেপি-র অন্দরে তুমুল অশান্তি শুরু হয় ৷ সূত্রের দাবি, এর পর থেকেই লকেটকে নিয়ে বিজেপি-র নিচুতলার নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ বাড়তে থাকে ৷