পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Kunal Ghosh : মমতার জয় স্পষ্ট হতেই লকেটকে জবাব কুণালের, উচ্ছ্বসিত ফিরহাদও - tweet

ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচনের গণনা শুরু হতেই স্পষ্ট হয়ে যায় মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের জয় নিশ্চিত ৷ আর তারপরই টুইটারে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্য়ায়কে নিশানা করলেন কুণাল ঘোষ ৷ টুইটে উচ্ছ্বাস প্রকাশ করেন ফিরহাদ হাকিমও ৷

kunal ghosh targets locket chatterjee on mamata banerjee's victory
Kunal Ghosh : মমতার জয় স্পষ্ট হতেই লকেটকে জবাব কুণালের, উচ্ছ্বসিত ফিরহাদও

By

Published : Oct 3, 2021, 2:53 PM IST

কলকাতা, 3 অক্টোবর :ভবানীপুরে (Bhabanipur) ট্রেন্ড স্পষ্ট হতেই বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্য়ায়কে (Locket Chatterjee) জবাব দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) ৷ উল্লেখ্য, গত 27 সেপ্টেম্বর একটি টুইট করেছিলেন কুণাল ৷ তাতে লকেটকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়েছিলেন তিনি ৷ ভবানীপুরের উপনির্বাচনে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের (Priyanka Tibrewal) প্রচারে লকেট যোগ না দেওয়ায় কুণাল যে খুব খুশি, সেটা বোঝাতেই ছিল এই টুইট বার্তা ৷ যা নিয়ে রাজ্য রাজনীতিতে কানাঘুষো শুরু হয়ে যায় ৷ তবে কি বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরছেন লকেট ? তবে সেই জল্পনায় জল ঢেলে দেন লকেট নিজেই ৷ পাল্টা টুইটে কুণালকে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) আসন বাঁচানোর পরামর্শ দেন বিজেপি নেত্রী ৷ রবিবার লকেটের সেই টুইটটিই রিটুইট করেছেন কুণাল ৷ সঙ্গে জুড়ে দিয়েছেন দু’টি লাইন ৷ কুণালের ভাষায়, ‘‘তাহলে, আমরা আমাদের কাজ করেছি ৷ আশা করি, আপনি খুশি এবং সন্তুষ্ট ৷’’

আরও পড়ুন :Kunal-Locket : আগে ভবানীপুরে মমতার হার বাঁচান, কুণালের টুইট-জল্পনার উত্তর লকেটের

কুণালের এই টুইট নজর কেড়েছে রাজনৈতিক মহলের ৷ এমনিতে মাঝমধ্যেই অন্যদের সঙ্গে টুইট যুদ্ধে জড়ান তৃণমূলের এই নেতা ৷ ভবানীপুরে উপনির্বাচনের আগেই লকেটের সঙ্গেও একপ্রস্থ ‘ভার্চুয়াল লড়াই’ হয় তাঁর ৷ ওয়াকিবহাল মহলের একাংশ মনে করছেন, 27 সেপ্টেম্বর কুণাল প্রথম যে টুইটটি করেছিলেন, তাতে কোথাও একটা লকেটের ‘ঘরে ফেরার’ প্রচ্ছন্ন ইঙ্গিত ছিল ৷ প্রসঙ্গত, অভিনেত্রী লকেটের রাজনৈতিক ইনিংস শুরু হয়েছিল তৃণমূলের হাত ধরেই ৷ পরে তিনি শিবির বদলান এবং দ্রুত সামনের সারিতে উঠে আসেন ৷ তাঁর জনপ্রিয়তার কথা মাথায় রেখেই একুশের বিধানসভা নির্বাচনে হুগলির চুঁচূড়া আসন থেকে সাংসদ লকেট চট্টোপাধ্য়ায়কে দাঁড় করায় বিজেপি ৷ কিন্তু, তৃণমূল প্রার্থীর কাছে পরাজিত হন তিনি ৷ এছাড়া, একুশের নির্বাচনেই হুগলির বিভিন্ন আসনে দলে নবাগতদের প্রার্থী হিসাবে দাঁড় করানোয় বিজেপি-র অন্দরে তুমুল অশান্তি শুরু হয় ৷ সূত্রের দাবি, এর পর থেকেই লকেটকে নিয়ে বিজেপি-র নিচুতলার নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ বাড়তে থাকে ৷

এমন প্রেক্ষাপটে ভবানীপুরে লকেটের প্রচারে না যাওয়া নিয়েও জল্পনা শুরু হয় ৷ এমনকী বিজেপি-র একটা সূত্রের দাবি, ভবানীপুর আসনে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে দলীয় নেতৃত্বের প্রথম পছন্দ ছিলেন লকেট ৷ কিন্তু, তিনি উপনির্বাচনে লড়তে অস্বীকার করেন ৷ এক্ষেত্রে কুণাল ঘোষের টুইট রাজ্য রাজনীতিতে নতুন খোরাক জোটানোর পক্ষে যথেষ্ট ছিল ৷ অনেকেরই ব্যাখ্যা ছিল, বাবুল সুপ্রিয়র পথে হেঁটে লকেট পদ্ম ছেড়ে হাতে ঘাসফুল তুলে নিতে পারেন ৷ কুণালের 27 সেপ্টেম্বরের টুইট সেই সম্ভাবনা আরও উস্কে দেয় ৷ কেউ কেউ মনে করছেন, এই ঘটনার পর লকেটের সপাট জবাব হয়তো আশা করেননি কুণাল ৷ আর সেই কারণেই ভবানীপুর উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের জয় নিশ্চিত হতেই বিজেপি নেত্রীকে জবাব দিতে দেরি করেননি তিনি ৷

আরও পড়ুন :Locket Chatterjee : সুকান্তর সংবর্ধনায় অনুপস্থিত লকেট, তৃণমূল-যোগের জল্পনা তুঙ্গে

এর পাশাপাশি এদিন ভবানীপুরে মমতার প্রধান প্রতিদ্বন্দ্বী প্রিয়াঙ্কা টিবরেওয়ালকেও নিশানা করেছেন কুণাল ঘোষ ৷ সরাসরি প্রিয়াঙ্কার নাম না করে তাঁকে ‘শাউটিং ভাবী’ বলে কটাক্ষ করেছেন কুণাল ৷ বুঝিয়ে দিয়েছেন, প্রিয়াঙ্কার পক্ষে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের বিকল্প হয়ে ওঠা সম্ভব নয় ৷ এভাবে তিনি সংবাদমাধ্যমে হই চই করতে পারেন ৷ কিন্তু, তাতে সচেতন ভোটারদের প্রভাবিত করা সম্ভব নয় ৷ এমনকী, আনুষ্ঠানিকভাবে উপনির্বাচনের ফল ঘোষণার আগেই মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে আগাম অভিনন্দন জানাতেও ভোলেননি কুণাল ৷

নেত্রীকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন তাঁর আর এক সৈনিকও ৷ রবিবার টুইটারে ‘কলম’ ধরেছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) ৷ তাঁর মতে, বাংলার প্রতিটা মানুষের কাছেই এটা একটা বিশেষ মুহূর্ত ৷ যাঁরা সর্বক্ষণই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে থেকেছেন ৷ ফিরহাদের দাবি, ভবানীপুরের মানুষ আসলে দেশের নেত্রীকে বেছে নিয়েছেন ৷ তাঁদের আসল লক্ষ্য যে 2024-এর লোকসভা নির্বাচন, তাও গোপন করেননি ফিরহাদ ৷

ABOUT THE AUTHOR

...view details