পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Kunal-Suvendu : ফোনে আড়ি পাতার প্রমাণ শুভেন্দুর বক্তব্যে, জিজ্ঞাসাবাদের দাবি কুণালের - Abhishek Banerjee

গতকাল তমলুকে দলীয় সভা থেকে পুলিশ সুপারকে আক্রমণ করেন বিরোধী দলনেতা ৷ এদিন সকালেই তার প্রতিক্রিয়ায় শাসকদলের মুখপাত্র টুইটারে এক হাত নিলেন ৷ বলেন, শুভেন্দুকে সিবিআইয়ের গ্রেফতার করা উচিত ৷ তাঁকে জিজ্ঞাসাবাদের কথাও বলেন তিনি ৷

শুভেন্দুকে ফের টুইটে খোঁচা কুণালের
শুভেন্দুকে ফের টুইটে খোঁচা কুণালের

By

Published : Jul 20, 2021, 12:25 PM IST

Updated : Jul 20, 2021, 12:57 PM IST

কলকাতা, 20 জুলাই : শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) ফের এক হাত নিলেন কুণাল ঘোষ (Kunal Ghosh) ৷ গতকাল তমলুকের সভায় পুলিশ সুপারকে হুঁশিয়ারি দেন শুভেন্দু ৷ তার প্রতিক্রিয়াতেই এদিন সকালে টুইটে বেশ আক্রমণাত্মক দেখা গেল তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক তথা মুখপাত্রকে ৷

টুইটে কুণাল লেখেন, "পুলিশকে বদলি আর সিবিআই তদন্তের হুমকি দিয়েছে । নির্লজ্জ, বেহায়া । নারদ মামলায় সিবিআই এফআইআর নেমড অ্যাকিউজড ( CBI FIR named accused) ৷ ক্যামেরার সামনে ঘুষখোর । গ্রেফতারি এড়াতে বিজেপির জুতো পালিশ করছে । তার মুখে সিবিআই নিয়ে হুমকি !!! নিজেদের নিরপেক্ষতা প্রমাণ করতে সিবিআই আগে ওকে গ্রেফতার করুক ।"

খানিকক্ষণের মধ্যেই ফের আরও একটি টুইট করেন কুণাল ৷ তাতে লেখেন, "প্রকাশ্যে পুলিশকে বলেছে ওর কাছে আমাদের নেতার দফতরের ফোনের কল-লিস্ট, রেকর্ডিং সব আছে । এটা ফোনে আড়ি পাতার প্রমাণ ।" কুণাল এই টুইটেই মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কাছে অনুরোধ করেন যাতে অবিলম্বে তদন্ত শুরু করে শুভেন্দুকে জিজ্ঞাসাবাদ করে গোটা চক্রান্তটি প্রকাশ্যে আনা হয় ৷

গতকাল তমলুকে সভায় পুলিশকে আক্রমণ করে বিরোধী দলনেতা বলেন, "রাজ্যের অশান্তি নিয়ে কোর্টে মামলা চলছে । তাতে একাধিক পুলিশ কর্তার নাম রয়েছে । দিদিমণি, অভিষেক... কেউ বাঁচাতে পারবে না । বেছে বেছে আমাদের নেতা-কর্মীদের মামলা দেওয়া হচ্ছে ! এখনও সময় আছে সচেতন হন । না হলে ভবিষ্যৎ অন্ধকার ।"

আরও পড়ুন : পিসিমণি বাঁচাতে পারবেন না, পুলিশ সুপারকে বদলির হুঁশিয়ারি শুভেন্দুর

Last Updated : Jul 20, 2021, 12:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details