কলকাতা,17 অক্টোবর:ইডির (Enforcement Directorate ) মতোকেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নিরপেক্ষতা নিয়ে তৃণমূল-সহ বিরোধী দলগুলোকে বারবারই প্রশ্ন তুলতে দেখা গিয়েছে। এরই পালটা জবাব দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ (Union Finance Minister Nirmala Sitharaman )। ওয়াশিংটনে রবিবার একটি অনুষ্ঠানে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, " ইডি যা করে, তা সম্পূর্ণ স্বাধীনভাবে করে।"
চলতি সপ্তাহের শুরুতেই মার্কিন সফরে যান কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। ওয়াশিংটনে একটি অনুষ্ঠানের পর সাংবাদিকদের মুখোমুখি হলে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে প্রশ্ন করা হয়, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি কি সাধারণ মানুষের হেনস্থা করছে? তিনি জবাব দেন, "ইডি যে কাজ করে, তা সম্পূর্ণ স্বতন্ত্র। বিভিন্ন ঘটনায় উপযুক্ত প্রমাণ হাতে পেয়েই ইডি তদন্ত করছে । বিভিন্ন জায়গায় প্রচুর টাকা থেকে শুরু সোনা উদ্ধার হচ্ছে। ফলে একরকম ইডি-কে বাধ্য হয়ে তদন্তে ঢুকতে হচ্ছে। "
কেন্দ্রীয় অর্থমন্ত্রীর এই বক্তব্যের পাল্টা হিসেবে জবাব দিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি বলেন, "বিজেপির নেতা-নেত্রী তাঁদের শাখা সংগঠনের প্রশংসা করবেনই। ইডি একটা বিশ্বাসযোগ্য সংস্থা ছিল। ইডি-র অফিসাররা যথেষ্ট দক্ষ এবং যোগ্য। কিন্তু বিজেপি তাঁদের যে ভাবে রাজনৈতিক কারণে ব্যবহার করছে তাতে সারা দেশে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে (Kunal takes a jibe on Nirmala over her ED comment) । "