পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Kunal Slams Nirmala: ইডিকে দরাজ সার্টিফিকেট নির্মলার, 'শাখা সংগঠনের প্রশংসা', খোঁচা কুণালের - kunal ghosh slams nirmala sitharaman

ওয়াশিংটনের একটি সভা থেকে ইডির প্রশংসা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন । পালটা দিয়ে কুণাল বললেন, "শাখা সংঠনের প্রশংসা করাটাই স্বাভাবিক।" (Kunal takes a jibe on Nirmala over her ED comment)

Etv Bharat
Etv Bharat

By

Published : Oct 17, 2022, 8:03 AM IST

কলকাতা,17 অক্টোবর:ইডির (Enforcement Directorate ) মতোকেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নিরপেক্ষতা নিয়ে তৃণমূল-সহ বিরোধী দলগুলোকে বারবারই প্রশ্ন তুলতে দেখা গিয়েছে। এরই পালটা জবাব দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ (Union Finance Minister Nirmala Sitharaman )। ওয়াশিংটনে রবিবার একটি অনুষ্ঠানে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, " ইডি যা করে, তা সম্পূর্ণ স্বাধীনভাবে করে।"

চলতি সপ্তাহের শুরুতেই মার্কিন সফরে যান কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। ওয়াশিংটনে একটি অনুষ্ঠানের পর সাংবাদিকদের মুখোমুখি হলে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে প্রশ্ন করা হয়, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি কি সাধারণ মানুষের হেনস্থা করছে? তিনি জবাব দেন, "ইডি যে কাজ করে, তা সম্পূর্ণ স্বতন্ত্র। বিভিন্ন ঘটনায় উপযুক্ত প্রমাণ হাতে পেয়েই ইডি তদন্ত করছে । বিভিন্ন জায়গায় প্রচুর টাকা থেকে শুরু সোনা উদ্ধার হচ্ছে। ফলে একরকম ইডি-কে বাধ্য হয়ে তদন্তে ঢুকতে হচ্ছে। "
কেন্দ্রীয় অর্থমন্ত্রীর এই বক্তব্যের পাল্টা হিসেবে জবাব দিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি বলেন, "বিজেপির নেতা-নেত্রী তাঁদের শাখা সংগঠনের প্রশংসা করবেনই। ইডি একটা বিশ্বাসযোগ্য সংস্থা ছিল। ইডি-র অফিসাররা যথেষ্ট দক্ষ এবং যোগ্য। কিন্তু বিজেপি তাঁদের যে ভাবে রাজনৈতিক কারণে ব্যবহার করছে তাতে সারা দেশে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে (Kunal takes a jibe on Nirmala over her ED comment) । "

আরও পড়ুন:আজ নির্বাচন, কে কোথায় দাঁড়িয়ে ? রইল 10টি পয়েন্ট

তিনি আরও বলেন, "তার মানে এই নয় যে, কোনও অন্যায় কাজকে আমি বা আমার দল সমর্থন করছে। যদি কোথাও ভুল থাকে, অন্যায় থাকে, ইডি নিরপেক্ষভাবে ব্যবস্থা নিক। কিন্তু, বিজেপি নেতারা যখন ঠিক করে দেন ইডি কার বাড়ি গিয়ে তদন্ত করবে তখন গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবেই । "

এদিকে ইডির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীও। তিনি বলেন, "মোদি সরকারের শাসনে ইডিকে বিরোধী দলগুলির বিরুদ্ধে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে । আর সে কারণেই তার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।" একইসঙ্গে তিনি এ রাজ্যের সরকারকেও খোঁচা দিতে ছাড়েননি। তিনি বলেন, "পশ্চিমবঙ্গে অবশ্য আদালতের নির্দেশে ইডি তদন্ত করছে। কাজেই এখানে কেন্দ্রীয় সংস্থার অপব্যবহারের সুযোগ নেই।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details