কলকাতা, 14 অক্টোবর :‘জাতীয় সুরক্ষার স্বার্থে’ পশ্চিমবঙ্গ-সহ তিন রাজ্যের পাকিস্তান ও বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় বিএসএফ-এর (Border Security Force) কার্যক্ষমতার পরিসর বাড়ানোয় ক্ষুব্ধ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তথা রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) ৷ স্বরাষ্ট্রমন্ত্রকের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে টুইটারে একটি পোস্ট করেছেন তিনি ৷ তাতে কুণাল লিখেছেন, ‘‘কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক যেভাবে বিএসএফের কর্মক্ষেত্র সীমান্ত থেকে 15 কিমির বদলে বাড়িয়ে 50 কিমি করল, তা প্রতিবাদযোগ্য ৷ এটা রাজ্যের অধিকারভুক্ত এলাকায় পিছনের দরজা দিয়ে নাক গলানো ৷ তৃণমূল কংগ্রেস এই বিষয়ে গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে ৷ যথাযথভাবে বক্তব্য জানানো হবে ৷’’
আরও পড়ুন :BJP : পুজোকে ভয় পাচ্ছে বিজেপি, জাগোবাংলায় অভিযোগের কলম কুণালের
প্রসঙ্গত, বুধবার স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে একটি নির্দেশিকা জারি করা হয় ৷ তাতে বলা হয়েছে, এবার থেকে পশ্চিমবঙ্গ, অসম এবং পঞ্জাবে সীমান্ত থেকে 50 কিলোমিটার এলাকার মধ্যে বিএসএফ (BSF) আধিকারিকরা যে কাউকে গ্রেফতার করতে পারবেন ৷ প্রয়োজনে সন্দেহভাজনদের দেহ ও সম্পত্তিতে তল্লাশিও করতে পারবেন তাঁরা ৷ বাজেয়াপ্ত করা যাবে নানা সামগ্রীও ৷ এক্ষেত্রে সংশ্লিষ্ট রাজ্যে পুলিশের মতোই ক্ষমতা থাকবে তাঁদের হাতে ৷ আর এখানেই আপত্তি তুলেছেন কুণাল ৷ তাঁর বক্তব্য, আইনশৃঙ্খলা রাজ্যের বিষয় ৷ সেখানে বিএসএফ-কে ঢোকার সুযোগ করে দিলে সংঘাত বাড়বে ৷ এর ফলে নির্দিষ্ট কোনও ঘটনার ক্ষেত্রে যেমন পুলিশ-বিএসএফ সংঘাত হতে পারে, তেমনই নয়া নিয়মের ফলে স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও বিবাদে জড়িয়ে পড়তে পারেন বিএসএফ জওয়ান ও আধিকারিকরা ৷ এতে সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে এবং উত্তেজনা সৃষ্টি হতে পারে ৷