পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Kunal Ghosh : কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদলের পরই দিলীপ-শুভেন্দুকে খোঁচা কুণালের

কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদলের জেরে বাংলার দুই মন্ত্রী পদত্যাগ করেছেন ৷ তবে চার সাংসদ মন্ত্রিসভায় স্থান পেয়েছেন ৷ কিন্তু, কাউকেই পূর্ণমন্ত্রী করা হয়নি ৷ এই নিয়ে দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারীকে খোঁচা দিলেন কুণাল ঘোষ ৷

দিলীপ-শুভেন্দুকে টুইটে খোঁচা কুণালের
দিলীপ-শুভেন্দুকে টুইটে খোঁচা কুণালের

By

Published : Jul 8, 2021, 7:59 AM IST

কলকাতা, 8 জুলাই : বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদলের পর টুইটারে দিলীপ-শুভেন্দুকে খোঁচা দিলেন কুণাল ঘোষ (Kunal Ghosh) ৷ পূর্ণমন্ত্রী করা হল না বলে দিলীপ ঘোষের কাছে কুণাল জানতে চান, এটা কী বঞ্চনা নয় ? আবার হর্ষ বর্ধন (Harsh Vardhan) এবং বাবুল সুপ্রিয়র (Babul Supriyo) মন্ত্রিত্ব চলে যাওয়া নিয়ে শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করেন কুণাল ৷ ছাড়েননি বিজেপিকেও ৷ মন্ত্রিসভার এই বিন্যাসের পর আদি বিজেপিরা দল ছাড়তে পারেন বলেও মন্তব্য করেন তিনি ৷

মন্ত্রী করা হয়নি দিলীপ ঘোষকে (Dilip Ghosh) ৷ তাঁকে ট্যাগ করে কুণালের টুইট, "ওওওওও দিলীপবাবু, বাংলা থেকে এবারও পূর্ণমন্ত্রী করা হল না । এটা কি বঞ্চনা নয়? তৃণমূল বাংলাকে পূর্ণমন্ত্রী দিয়েছে । কংগ্রেসও অতীতে দিয়েছে । এখনও সম্মানে লাগছে না? আপনাদের দিল্লির নেতারা দাদাগিরি করতে আসেন । কিন্তু বাংলাকে সম্মান দিতে রাজি নন । আপনি প্রতিবাদ করবেন না?"

কসবার ভুয়ো ভ্যাকসিন কাণ্ড সামনে আসার পরই সদ্য প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনকে চিঠি দিয়ে অভিযোগ জানান শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ এবার সেই হর্ষ বর্ধনেরই মন্ত্রিত্ব যাওয়ায় শুভেন্দুকে কটাক্ষ করলেন কুণাল ৷ বাদ যায়নি বাবুল সুপ্রিয়র সঙ্গে শুভেন্দুর 'বন্ধুত্ব'-এর প্রসঙ্গও ৷ শুভেন্দুর উদ্দেশে টুইটে কুণাল লেখেন, "ভাই, তুমি যে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনের কাছে দরবার করে তাঁকে দিয়ে রাজ্যকে চিঠি পাঠালে, তাঁরই তো দফতর চলে গেল । যে বাবুলকে সঙ্গে নিয়ে ভোটে ঘুরলে, তিনিও দফতরহারা । আর যাঁদের বাড়ি বাড়ি ঘুরলে তাঁরা সবাই ভালো আছেন তো? স্পর্শগুণের যা রোমাঞ্চকর নমুনা !!"

বুধবার সবার আগে কুণাল যাকে খোঁচা দেন সে হল গোটা বিজেপি দলটিই ৷ আদি-নব্য দ্বন্দ্বের প্রসঙ্গ টেনে তিনি লেখেন, "কেমন যেন পোড়া পোড়া গন্ধ । দমবন্ধের ভাব । যুবনেতা থেকে বাহুবলী, নেত্রী থেকে ডাক্তারবাবু, ভারী উদাসী মন । আর আদি বিজেপি? জাদুঘরে আলাদা গ্যালারিতে স্মারক হিসাবে থাকুক । শপথ দেখে অনেকে বিপথে না যায় !!"

আরও পড়ুন : 24 -এর লক্ষ্যে মোদির নতুন 24 সেনা

ABOUT THE AUTHOR

...view details