কলকাতা, 7 জুলাই: 'কালী' তথ্যচিত্রের পোস্টার বিতর্কে (Kaali Poster Row) দলের অবস্থান আরও স্পষ্ট করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh) ৷ তিনি জানিয়ে দিলেন, কোনও ব্যক্তির ধর্মীয় ভাবাবেগকে আঘাত করে, এমন কোনও মন্তব্যকেই তাঁরা সমর্থন করেন না ৷ তাঁর সাফ কথা, এই ঘটনায় তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর (Mahua Moitra) বক্তব্য একেবারেই তাঁর ব্যক্তিগত মতামত ৷ যদিও এই ঘটনার জেরে মহুয়ার বিরুদ্ধে দলগতভাবে কোনও পদক্ষেপ করা হবে কি না, তার সরাসরি উত্তর দেননি কুণাল ৷ প্রসঙ্গত, বৃহস্পতিবার রাজভবনে যান তৃণমূলের প্রতিনিধিরা ৷ রাজ্যপাল জগদীপ ধনকড়ের কাছে বিজেপি নেতা দিলীপ ঘোষের (Dilip Ghosh) বিরুদ্ধে নালিশ করেন তাঁরা ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর পরিবার সম্পর্কে দিলীপের করা মন্তব্য নিয়েও বিতর্ক চলছে ৷ সেই ঘটনায় দিলীপকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে বলে দাবি করেছে তৃণমূল ৷
এদিন তৃণমূল কংগ্রেসের আট সদস্যের প্রতিনিধিদল রাজভবনে পৌঁছে যায় ৷ সেই দলে কুণাল ছাড়াও ছিলেন মন্ত্রী ব্রাত্য বসু, তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, নয়না দাস, শশী পাঁজা, তাপস রায়, মালা রায় এবং সাজদা আহমেদ ৷ রাজ্যপালের সঙ্গে একঘণ্টারও বেশি সময় ধরে কথা হয় তাঁদের ৷ সেই বৈঠক সেরে বেরোনোর পরই কুণাল বলেন, "কোনও ধর্মকে আঘাত করে, এমন কোনও মন্তব্য আমরা সমর্থন করি না ৷ তবে কালী পুজোর বিভিন্ন পদ্ধতি রয়েছে ৷ এই বিষয় নিয়ে বলতে গিয়ে মহুয়া যা বলেছেন, দল তা সমর্থন করে না ৷ কিন্তু, বিজেপি যদি নূপুর শর্মা এবং মহুয়া মৈত্রকে এক বন্ধনীতে তুলে ধরার চেষ্টা করে, তাহলে ভুল করছে ৷ যে দলের নেতা (দিলীপ ঘোষ) ক'দিন আগেই মা দুর্গার পিতৃ পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছেন, তাদের অন্তত এমনটা করা মানায় না ৷ চালুনি করবে সূচের বিচার ৷"