পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Kunal Ghosh: নূপুর শর্মা আর মহুয়া মৈত্রকে এক বন্ধনীতে রাখার চেষ্টা ভুল, মত কুণালের - দিলীপ ঘোষ

'কালী' তথ্যচিত্রের পোস্টার বিতর্কে (Kaali Poster Row) মুখ খুললেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh) ৷ তাঁর সাফ কথা, দিলীপ ঘোষ (Dilip Ghosh) ও বিজেপি-র এ নিয়ে মন্তব্য করা মানায় না ৷

Kunal Ghosh slams dilip Ghosh and BJP over Kaali Poster Row
Kunal Ghosh: নূপুর শর্মা আর মহুয়া মৈত্রকে এক বন্ধনীতে রাখার চেষ্টা ভুল, মত কুণালের

By

Published : Jul 7, 2022, 7:56 PM IST

কলকাতা, 7 জুলাই: 'কালী' তথ্যচিত্রের পোস্টার বিতর্কে (Kaali Poster Row) দলের অবস্থান আরও স্পষ্ট করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh) ৷ তিনি জানিয়ে দিলেন, কোনও ব্যক্তির ধর্মীয় ভাবাবেগকে আঘাত করে, এমন কোনও মন্তব্যকেই তাঁরা সমর্থন করেন না ৷ তাঁর সাফ কথা, এই ঘটনায় তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর (Mahua Moitra) বক্তব্য একেবারেই তাঁর ব্যক্তিগত মতামত ৷ যদিও এই ঘটনার জেরে মহুয়ার বিরুদ্ধে দলগতভাবে কোনও পদক্ষেপ করা হবে কি না, তার সরাসরি উত্তর দেননি কুণাল ৷ প্রসঙ্গত, বৃহস্পতিবার রাজভবনে যান তৃণমূলের প্রতিনিধিরা ৷ রাজ্যপাল জগদীপ ধনকড়ের কাছে বিজেপি নেতা দিলীপ ঘোষের (Dilip Ghosh) বিরুদ্ধে নালিশ করেন তাঁরা ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর পরিবার সম্পর্কে দিলীপের করা মন্তব্য নিয়েও বিতর্ক চলছে ৷ সেই ঘটনায় দিলীপকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে বলে দাবি করেছে তৃণমূল ৷

এদিন তৃণমূল কংগ্রেসের আট সদস্যের প্রতিনিধিদল রাজভবনে পৌঁছে যায় ৷ সেই দলে কুণাল ছাড়াও ছিলেন মন্ত্রী ব্রাত্য বসু, তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, নয়না দাস, শশী পাঁজা, তাপস রায়, মালা রায় এবং সাজদা আহমেদ ৷ রাজ্যপালের সঙ্গে একঘণ্টারও বেশি সময় ধরে কথা হয় তাঁদের ৷ সেই বৈঠক সেরে বেরোনোর পরই কুণাল বলেন, "কোনও ধর্মকে আঘাত করে, এমন কোনও মন্তব্য আমরা সমর্থন করি না ৷ তবে কালী পুজোর বিভিন্ন পদ্ধতি রয়েছে ৷ এই বিষয় নিয়ে বলতে গিয়ে মহুয়া যা বলেছেন, দল তা সমর্থন করে না ৷ কিন্তু, বিজেপি যদি নূপুর শর্মা এবং মহুয়া মৈত্রকে এক বন্ধনীতে তুলে ধরার চেষ্টা করে, তাহলে ভুল করছে ৷ যে দলের নেতা (দিলীপ ঘোষ) ক'দিন আগেই মা দুর্গার পিতৃ পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছেন, তাদের অন্তত এমনটা করা মানায় না ৷ চালুনি করবে সূচের বিচার ৷"

আরও পড়ুন:Saayoni Ghosh: শুভেন্দুর নাম শুনেই মেজাজ হারালেন সায়নী

মহুয়া মৈত্রকে নিয়ে তৈরি হওয়া বিতর্ক প্রসঙ্গে কুণালের বক্তব্য হল, মহুয়া মৈত্র যে বক্তব্য রেখেছেন, সেটা তাঁর ব্যক্তিগত মতামত ৷ দল সেই বক্তব্যকে সমর্থন করে না ৷ সমস্ত ধর্ম ও ধর্মীয় আচরণ সম্পর্কে আমরা শ্রদ্ধাশীল ৷ এক্ষেত্রে কালী তথ্যচিত্রের যে পোস্টার নিয়ে এই বিতর্কের সূত্রপাত, সেই পোস্টার এবং দৃষ্টিভঙ্গির কড়া নিন্দা করছে তৃণমূল ৷ সংবিধান সমস্ত মানুষকে অধিকার দিয়েছে নিজস্ব ধর্ম পালনের ৷ প্রত্যেকের নিজের নিজের ধর্ম চর্চা ও অনুশীলন করার অধিকার রয়েছে ৷ যিনি বা যাঁরা এর বিরোধিতা করছেন, তাঁরা সংবিধানের বিরোধিতা করছেন ৷ পুজোর আচার, আচরণ নিয়ে মহুয়ার উপস্থাপনায় সমস্যা হয়েছে ৷ কে, কীভাবে ধর্মীয় আচার পালন করবেন, সেটা একেবারেই তাঁর নিজস্ব ব্যাপার ৷ এমনভাবে আমাদের প্রিয় দেবীকে উপস্থাপিত করা হচ্ছে, তাতে কারও ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগতে পারে ৷ আমরা এই বিষয়টির বিরোধিতা করছি ৷"

কুণালের অভিযোগ, বিভিন্ন সামাজিক সমস্যা থেকে সকলের নজর ঘোরাতেই বিজেপি এই ধরনের বিতর্ক শুরু করছে এবং তাতে ইন্ধন দিচ্ছে ৷

ABOUT THE AUTHOR

...view details