কলকাতা, 25 মার্চ :কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে রামপুরহাট কাণ্ডের তদন্তে সবরকম সহযোগিতা করবে রাজ্য সরকার। শুক্রবার হাইকোর্টের নির্দেশের পর সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh says TMC will co-operate CBI in Rampurhat massacre case)। তবে রামপুরহাট কাণ্ডে হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশের তীব্র বিরোধিতাও এদিন করেছেন তিনি ৷ তৃণমূল মুখপাত্রের দাবি, সাম্প্রতিক সময়ে বিরোধী দলগুলির বিরুদ্ধে ব্যবহারের জন্য বিজেপির প্রধান দু‘টি অস্ত্র হয়ে উঠেছে ইডি এবং সিবিআই। তবে সিবিআইকে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য ব্যবহার করা হলে প্রতিবাদ জানাবে শাসকদল। জানান কুণাল ৷
এদিন তৃণমূল কংগ্রেসের তরফে প্রশ্ন তুলে বলা হয়েছে, অতীতে যে কোনও গণহত্যার ক্ষেত্রে এ রাজ্যে সরকারকে নিষ্ক্রিয় থাকতে দেখা গিয়েছে। কিন্তু এক্ষেত্রে রাজ্য সরকার নিষ্ক্রিয় থাকেনি। বরং প্রতিমুহূর্তে যা যা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার, তা গৃহীত হয়েছে। ইতিমধ্যেই ঘটনায় 21 জনকে গ্রেফতার করা হয়েছে ৷ মুখ্যমন্ত্রী নিজে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন। এরপরেও সিবিআই তদন্ত বৃহত্তর চক্রান্তকারীদের বাঁচানোর জন্য নয় তো। প্রশ্ন তুলেছেন কুণাল (TMC Spokeperson questioned against CBI probe in Rampurhat incident) ৷