কলকাতা, 4 অক্টোবর: উৎসবের মরশুমেও বাংলায় অব্যাহত রাজনৈতিক তরজা ৷ অষ্টমীর সন্ধেয় শহরের খাসতালুক রাসবিহারী অ্যাভিনিউ (Rash Behari Avenue) থেকে গ্রেফতার হয়েছেন 9 সিপিএম নেতা ৷ পুলিশি হেনস্থা করা হয় বিকাশরঞ্জন ভট্টাচার্যকে । গ্রেফতার হন কল্লোল মজুমদার এবং কমলেশ্বর মুখোপাধ্যায় (CPIM Leaders Arrested) । এবার ঘটনাপ্রসঙ্গে মুখ খুললেন কুণাল ঘোষ (Kunal Ghosh pokes CPIM Leaders) ৷ "যারা পুজো মানে না, তাদের পুজোর বুক স্টল কেন ? সমস্যাটা বুক স্টল নিয়ে নয়, আসল সমস্যাটা অন্য", কটাক্ষ তৃণমূল মুখপাত্রের ।
সিপিএমের অভিযোগ, গতকাল রাসবিহারীর প্রতাপাদিত্য রোডে তাদের একটি বই বিপণী রাতের অন্ধকারে এসে ভেঙে দেয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। তারই প্রতিবাদে এদিন রাসবিহারীতে পুলিশি বাধার মুখে সিপিএম নেতৃত্ব । ওই বুক স্টলে ‘চোর ধরো, জেল ভরো’র পোস্টার দেখেই শাসকের রোষের শিকার হয়েছেন তারা । সোমবার রাসবিহারী অ্যাভিনিউ ও প্রতাপাদিত্য রোডের সংযোগস্থলে প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কমলেশ্বর মুখোপাধ্যায়, বিকাশরঞ্জন ভট্টাচার্য, রবীন দেব, সিপিএমের কলকাতা জেলা সম্পাদক কল্লোল মজুমদার, গৌতম গঙ্গোপাধ্যায় প্রমুখরা । প্রতিবাদ-সভা এবং বুক স্টল পুনরায় চালু করতে গিয়ে আবার কথা কাটাকাটি শুরু হয় । সেখান থেকেই উত্তাপ বাড়ে । পুলিশ বামপন্থী কর্মী-সমর্থকদের গ্রেফতার করে । আর তাই নিয়েই নবমীতেও চাপানউতোর চলছে ।