কলকাতা, 11 এপ্রিল : শাসক শিবিরে কুণাল অস্বস্তি বাড়ছেই ৷ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ব্রাত্য বসুর পক্ষ নেওয়া হোক কিংবা ফেসবুক লাইভে এসে ফিরহাদ হাকিমকে কটাক্ষ ৷ বিগত বেশ কিছুদিন ধরে দলের মুখপাত্রের মন্তব্য তৃণমূল শিবিরে বিড়ম্বনার কারণ হয়ে দেখা দিয়েছে ৷ শাসক শিবিরের কি তাহলে আড়াআড়ি ভাগ হয়ে গেল ? রাজনৈতির মহলে তেমনটাই গুঞ্জন ৷ সোমবার ফের মুখ খুললেন কুণাল ঘোষ এবং যা বললেন তাতে ফাটল আরও চওড়া হল বৈকি (Kunal Ghosh explosive comment on a minister at Bidhannagar MP MLA court) ৷ সারদা মামলায় হাজতে থাকাকালীন আত্মহত্যার চেষ্টা মামলার শুনানিতে বিধাননগর আদালতে (এমপি-এমএলএ) এসে বিচারপতির প্রশ্নের উত্তরে বিস্ফোরক তৃণমূলের মুখপাত্র ৷
কাঠগড়ায় দাঁড়িয়ে এদিন কান্নাতেও ভেঙে পড়েন প্রাক্তন সাংসদ ৷ বিচারপতির প্রশ্নের উত্তরে এদিন কুণাল বলেন, ‘‘আইকোরের হয়ে যিনি একসময় মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা দিয়েছেন, তিনি আজ মন্ত্রী ৷ বাইরে থেকে আমাকে পাগল বলেছেন উনি ৷ কিন্তু রাজ্যের মন্ত্রী দিব্যি বাইরে ঘুরে বেড়াচ্ছেন ৷ তাঁর ঘাড় ধরে জেলে ঢোকান উচিৎ ৷ যারা ষড়যন্ত্র করেছে তারাও ঘুরে বেড়াচ্ছে ৷’’ যদিও কে সেই মন্ত্রী, কারাই বা ষড়যন্ত্রকারী সে ব্যাপারে স্পষ্ট করে কিছু জানাননি কুণাল ৷