কলকাতা, 29 জুলাই:এসএসসি দুর্নীতি কাণ্ডে ধৃত পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি ৷ শাসক দলকে নিশানা করে আক্রমণের ঝাঁঝ বাড়িয়েছে বিরোধীরা ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে শহরে মিছিল করেছে বিজেপি ৷ এ বার বিজেপির হেভিওয়েট নেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) দিকে পাল্টা তির ছুড়লেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal slams Suvendu)৷ এজেন্সি শুভেন্দুর বাড়িতে গেলে সেখানেও গুপ্তধন পেত বলে বিস্ফোরক দাবি করেছেন তিনি ৷ সারদা ও নারদ মামলায় বিরোধী দলনেতার গ্রেফতারির দাবিতে ফের সরব হয়েছেন তিনি ৷
পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) দুটি ফ্ল্যাট থেকে মিলেছে 'গুপ্তধন' ৷ উদ্ধার হয়েছে প্রায় 50 কোটি টাকা ৷ সেই নিয়ে শাসক দলের নেতাদের বিঁধছেন বিরোধীরা ৷ এ বার তৃণমূল নেতা কুণাল ঘোষ পাল্টা দাবি করলেন যে, এজেন্সি শুভেন্দু অধিকারীর বাড়িতে গেলে সেখান থেকেও গুপ্তধন পেত ৷ তার থেকে বাঁচতেই নন্দীগ্রামের বিধায়ক দলবদল করেন বলেও অভিযোগ করেন তিনি ৷
শুক্রবার সাতসকালে টুইটে কুণাল (Kunal Ghosh) লেখেন, "শুভেন্দু নিয়ে কিছু গুরুতর অভিযোগ আসছিল বলেই ওকে একাধিক জেলা পর্যবেক্ষক থেকে সরায় অভিষেক । তথ্য আসা শুরু হয়েছিল । বাঁচতে ও দলবদল করে । এজেন্সি গেলে গুপ্তধন পেত । চোর তোলাবাজ শুভেন্দু সে সব রাগেই অভিষেককে আক্রমণ করে ।"