পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Kunal Demands Mukul's Arrest : মুকুল রায়কে গ্রেফতারের দাবিতে টুইট কুণালের

মুকুল রায়কে গ্রেফতার করতে হবে ৷ টুইটারে সরব হলেন কুণাল ঘোষ (Kunal Ghosh Demands Mukul Roy Arrest) ৷ শুক্রবার সন্ধ্যায় দলেরই নেতার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের এই মুখপাত্রের টুইট ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে ৷

kunal-ghosh-demands-mukul-roy-arrest
Kunal Demands Mukul's Arrest : মুকুল রায়কে গ্রেফতার দাবিতে টুইট কুণালের

By

Published : Feb 11, 2022, 6:33 PM IST

Updated : Feb 11, 2022, 9:41 PM IST

কলকাতা, 11 ফেব্রুয়ারি : মুকুল রায়কে গ্রেফতার করতে হবে ৷ টুইটারে সরব হলেন কুণাল ঘোষ (Kunal Ghosh Demands Mukul Roy Arrest) ৷ শুক্রবার সন্ধ্যায় দলেরই নেতার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের এই মুখপাত্রের টুইট ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে ৷

এই নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ তাই সকলেই জানতে চাইছেন যে, কেন মুকুল রায়ের গ্রেফতারির দাবিতে সরব হলেন কুণাল ঘোষ ? এই প্রশ্নের উত্তর রয়েছে কুণালের টুইটেই ৷

তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক টুইটারে লিখেছেন, ‘‘সারদা ও নারদ মামলায় সিবিআই ও ইডির উচিত মুকুল রায়কে গ্রেফতার করা ৷ আমি তাদের চিঠি পাঠিয়ে আবেদন করেছি যে, তাঁর (মুকুল রায়) সঙ্গে আমাকে যেন মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হয় ৷ তিনি একজন প্রভাবশালী ষড়যন্ত্রী ৷ তিনি ব্যক্তিগত সুরক্ষার জন্য একাধিক রাজনৈতিক দলকে ব্যবহার করেছেন ৷ মুকুল রায়কে ছাড়া উচিত নয় ৷’’

মুকুল রায়কে গ্রেফতারের দাবিতে টুইট কুণালের

মুকুল রায় এখন তৃণমূলে ৷ কিন্তু খাতায় কলমে তিনি বিজেপির বিধায়ক ৷ তবে শুক্রবারই পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের মামলা খারিজ করে দিয়েছেন ৷ মুকুলকে বিজেপির বিধায়ক হিসেবেই ঘোষণা করেছেন ৷ ঠিক তার কিছুক্ষণ পরই মুকুল রায়কে নিয়ে কুণালের এই টুইটকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিকমহল ৷ প্রশ্ন উঠছে, তাহলে কি দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশেই এমন টুইট করলেন কুণাল ? মুকুলকে বিজেপি নেতা বলে প্রমাণ করে সমস্ত বিতর্ক থেকে কি দায় ঝাড়তে চাইল তৃণমূল ?

এ নিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ বলেন, "আজ হঠাৎ কুণাল ঘোষ সারদা-নারাদা কাণ্ডে মুকুল রায়ের গ্রেফতারের দাবি তুললেন ৷ অন্যদিকে, আজই বিধানসভায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় মুকুল রায়কে বিজেপি বিধায়ক বলে শুভেন্দু অধিকারির দাবি খারিজ করলন ৷ এই দুই এর মধ্যে একটা চক্রান্ত আছে বলে আমি মনে করি ৷ মুকুল রায়কে নিয়ে স্পিকার ছেলেখেলা করছে ৷ যা সত্যিই হাস্যকর জায়গায় পৌঁছেছে ৷ সমস্ত সাংবাদ মাধ্যমের কাছে এই ফুটেজ আছে ৷ মুকুল রায় তৃণমূলের যোগদানের ছবি ৷ শুধু, PAC পদটি ধরে রাখার জন্য তৃণমূল এত নিচে নামতে পারে ৷ বাংলার মানুষ সবই নজর রাখছে ৷"

আরও পড়ুন :Speaker on Mukul roy : খারিজ হচ্ছে না বিধায়ক পদ, বিজেপিতেই মুকুল; রায় স্পিকারের

Last Updated : Feb 11, 2022, 9:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details