কলকাতা, 20 সেপ্টেম্বর : আবারও টুইট যুদ্ধে মুখোমুখি দুই মহারথী ৷ প্রথমজন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) আর দ্বিতীয় জন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তথা দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) ৷ তাঁদের এবারের সম্মুখ সমরের উপলক্ষ্য রাজ্যসভার আসন্ন ভোট (উপনির্বাচন) ৷ ভবানীপুর বিধানসভা উপনির্বাচনে প্রার্থী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের (Mamata Banerjee) ভবিষ্যৎ নিয়ে তৃণমূল-বিজেপির দড়ি টানাটানি শুরু হয়ে গিয়েছে ৷ যার রেশ ধরে একজন স্মরণ করলেন ‘মা কালী’কে ! অন্যজন শরণাপন্ন হলেন ‘মা দুর্গা’র !
আরও পড়ুন :Kunal Ghosh : গ্রেফতারি এড়াতে ঘন ঘন দিল্লি যাত্রা, শুভেন্দুকে আক্রমণ কুণালের
ঘটনার সূত্রপাত হয় সোমবার দুপুর বারোটা নাগাদ ৷ টুইটারে (Twitter) একটি পোস্ট করেন শুভেন্দু অধিকারী ৷ তিনি লেখেন, ‘‘রাজ্যসভার উপনির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে বিজেপি কোনও প্রার্থী দেবে না ৷ এটা পূর্বনির্ধারিত সিদ্ধান্ত ৷ আমাদের লক্ষ্য শুধু একটাই ৷ ভোটে হেরে যাওয়া মুখ্যমন্ত্রীকে আরও একবার ভোটে হারানো ৷ জয় মা কালী ৷’’
শুভেন্দুর এই টুইটের জবাব দিতে দেরি করেননি কুণাল ৷ ঘণ্টা দু’য়েক পরই একটি পাল্টা টুইট করেন তিনি ৷ শুভেন্দুর ইংরেজিতে লেখা টুইটের জবাব বাংলায় দেন তৃণমূল নেতা ৷ লেখেন, ‘‘বিরোধী দলনেতারই বিরোধী হলেন অন্তত 28 বিধায়ক ৷ হিসেবের থেকেও কম ভোট পাবেন ৷ অনেকে নানা ছুতোয় ভোট দিতে যাবেন না ৷ সেই ভয়েই প্রার্থী না দিয়ে বড় বড় কথা ৷ শাক দিয়ে মাছ ঢাকার ব্যর্থ চেষ্টা ৷ যত দিন যাবে তৃণমূল কংগ্রেসের বিধায়ক বাড়বে ৷ বিজেপির কমবে ৷ জয় মা দুর্গা।’’
প্রসঙ্গত, আগামী 4 অক্টোবর রাজ্যসভার উপনির্বাচন অনুষ্ঠিত হবে ৷ তৃণমূল বিধায়ক তথা পশ্চিমবঙ্গ মন্ত্রিসভার সদস্য মানস ভুঁইয়ার (Manas Bhunia) ছেড়ে যাওয়া আসনের জন্য তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুস্মিতা দেব (Sushmita Dev) ৷ অসম কংগ্রেসের দাপুটে নেতা প্রয়াত সন্তোষমোহন দেবের (Santosh Mohan Dev) মেয়ে সুস্মিতাও কিছুদিন আগে পর্যন্ত কংগ্রেসের সদস্য ছিলেন ৷ সদ্য তৃণমূলের যোগদান করেন তিনি ৷ নতুন দলে যোগ দিতেই তাঁকে ত্রিপুরায় সংগঠন মজবুত করার দায়িত্ব দেওয়া হয়েছে ৷ সুস্মিতাকে যে তৃণমূল নেতৃত্ব বাড়তি গুরুত্ব দিচ্ছে, তা বোঝাতেই তাঁকে রাজ্যসভায় প্রার্থী করা হয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল ৷ এই অবস্থায় বিজেপি যদি রাজ্যসভার উপনির্বাচন কোনও প্রার্থী দাঁড় না করায়, তাহলে সুস্মিতার বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় নিশ্চিত ৷
আরও পড়ুন :Kunal-Suvendu : নারদের চার্জশিটে কেন শুভেন্দুর নাম নেই, প্রশ্ন তুললেন তৃণমূলের কুণাল
অন্যদিকে, তৃণমূল এটাকে নিজেদের নৈতিক জয় হিসাবেই ৷ তাদের দাবি, হারার ভয়েই রাজ্যসভায় প্রার্থী দিচ্ছে না গেরুয়াশিবির ৷ কুণাল সেই বিষয়টিকেই সর্বসমক্ষে তুলে ধরার চেষ্টা করেছেন কুণাল তাঁর টুইটে ৷ সরাসরি আক্রমণ করেছেন রাজ্যের বিরোধী দলনেতাকে ৷ কারণ, বিরোধী দলনেতা তাঁর টুইটে নিশানা করেছেন স্বয়ং তৃণমূল সুপ্রিমোকে ৷ মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে মুখ্যমন্ত্রীর কুর্সি থেকে সরানোই যে তাঁর ও তাঁর দলের প্রধান লক্ষ্য, তা নিয়ে কোনও রাখাঢাক করেননি শুভেন্দু ৷ পাল্টা কুণালের হুংকার, বিরোধী দলনেতা তাঁর দলের বিধায়কদের কাছেই সার্বিকভাবে গ্রহণযোগ্য নন ৷ সেক্ষেত্রে, রাজ্যসভায় প্রার্থী দিলে অনেক বিজেপি বিধায়কই হয়তো দলীয় প্রার্থীকে ভোট দেবেন না ৷ কুণালের বার্তা, সেই অনভিপ্রেত পরিস্থিতি এড়াতেই রাজ্যসভার উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে না বিজেপি ৷ বরং আগামী দিনে বিধানসভায় গেরুয়াশিবিরের প্রতিনিধিত্ব কমবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন কুণাল ৷ দিয়েছেন রাজ্য প্রশাসনের অলিন্দে তৃণমূলের ভিত আরও পোক্ত হওয়ার ইঙ্গিতও ৷ বুঝিয়ে দিয়েছেন, শুভেন্দু যদি ‘মা কালী’কে স্মরণ করে যুদ্ধের ডাক দিতে পারেন, তাহলে তার জবাব দেওয়ার জন্য তাঁর মাথার উপর রয়েছেন ‘মা দুর্গা’ !