কলকাতা, 3 অক্টোবর : ‘‘প্রার্থী শ্রীজীব ৷ পার্টি নির্জীব ৷’’ ভবানীপুরের উপনির্বাচনের ফলাফল (Bhabanipur Bye-Election Result) প্রকাশের পর এভাবেই সিপিএমকে (CPIM) কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) অন্যতম সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) ৷
রবিবার ভবানীপুরের ভোট গণনা চলাকালীনই এই টুইট করেন কুণাল ঘোষ ৷ যখন তিনি এই ট্যুইট করেন, ততক্ষণে স্পষ্ট হয়ে গিয়েছে যে ভবানীপুরে জিততে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ আর তাঁর মার্জিনও বাড়ছে আগের ভোটগুলির তুলনায় ৷ একই সঙ্গে এটাও স্পষ্ট হয়েছে যে আরও ভোট কমতে চলেছে সেখানকার সিপিএম (CPIM) প্রার্থী শ্রীজীব বিশ্বাসের (Srijeeb Biswas) ৷
আরও পড়ুন :Mamata Banerjee : 2011-র রেকর্ড ভেঙে ভবানীপুরে জয়ের হ্যাটট্রিক মমতার
সিপিএমকে যে বাংলার ভোটাররা যে আর পছন্দ করছেন না, তা 2008 সালের পঞ্চায়েত ভোট থেকেই বোঝা যাচ্ছিল ৷ তার পর সময় যত এগিয়েছে সিপিএমের আসন সংখ্যা কমেছে ৷ ভোটও কমেছে ৷ আর সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে একেবারে শূন্যতে এসে ঠেকেছে সিপিএম-সহ অন্য বামেরা ৷