পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

CPIM : প্রার্থী শ্রীজীব-পার্টি নির্জীব, সিপিএমকে কটাক্ষ কুণালের - CPIM

ভবানীপুর বিধানসভার উপনির্বাচনের ফল নিয়ে সিপিএমকে কটাক্ষ করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ ৷ অন্যদিকে ভোটে হেরে সিপিএমের শ্রীজীব বিশ্বাস জানালেন, মানুষের পাশেই থাকছেন তাঁরা ৷

kunal ghosh attack cpim on bhabanipur by election issue
CPIM : প্রার্থী শ্রীজীব-পার্টি নির্জীব, সিপিএমকে কটাক্ষ কুণালের

By

Published : Oct 3, 2021, 6:17 PM IST

কলকাতা, 3 অক্টোবর : ‘‘প্রার্থী শ্রীজীব ৷ পার্টি নির্জীব ৷’’ ভবানীপুরের উপনির্বাচনের ফলাফল (Bhabanipur Bye-Election Result) প্রকাশের পর এভাবেই সিপিএমকে (CPIM) কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) অন্যতম সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) ৷

রবিবার ভবানীপুরের ভোট গণনা চলাকালীনই এই টুইট করেন কুণাল ঘোষ ৷ যখন তিনি এই ট্যুইট করেন, ততক্ষণে স্পষ্ট হয়ে গিয়েছে যে ভবানীপুরে জিততে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ আর তাঁর মার্জিনও বাড়ছে আগের ভোটগুলির তুলনায় ৷ একই সঙ্গে এটাও স্পষ্ট হয়েছে যে আরও ভোট কমতে চলেছে সেখানকার সিপিএম (CPIM) প্রার্থী শ্রীজীব বিশ্বাসের (Srijeeb Biswas) ৷

আরও পড়ুন :Mamata Banerjee : 2011-র রেকর্ড ভেঙে ভবানীপুরে জয়ের হ্যাটট্রিক মমতার

সিপিএমকে যে বাংলার ভোটাররা যে আর পছন্দ করছেন না, তা 2008 সালের পঞ্চায়েত ভোট থেকেই বোঝা যাচ্ছিল ৷ তার পর সময় যত এগিয়েছে সিপিএমের আসন সংখ্যা কমেছে ৷ ভোটও কমেছে ৷ আর সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে একেবারে শূন্যতে এসে ঠেকেছে সিপিএম-সহ অন্য বামেরা ৷

তার পর অবশ্য বিধানসভা ভোটের স্লোগান-সহ পরিকল্পনা নিয়ে ভুল স্বীকারও করেছেন সিপিএমের শীর্ষনেতারা ৷ আর সেই প্রসঙ্গ তুলেই খোঁচা দিয়েছেন কুণাল ঘোষ ৷

আরও পড়ুন :Mamata Banerjee : ভবানীপুরে জিতে ভারতের পথে আরও একধাপ মমতার

টুইটে তিনি লিখেছেন, ‘‘আর কত ভুল ? আর কত গলাবাজি ? আর কত তত্ত্বকথা ? শুধু টিভি, ফেসবুক, টুইটের বিপ্লবে এত ফাঁক ঢাকা যায় ?’’

এই নিয়ে অবশ্য কোনও উত্তর দিতে চাননি সিপিএম প্রার্থী শ্রীজীব বিশ্বাস ৷ তিনি বলেন, ‘‘আমরা ভবানীপুর কেন্দ্রের মানুষের এই রায় মাথা পেতে নিচ্ছি । তবে আমরা মানুষের পাশেই থাকব । চোখে চোখ রেখে রাজনীতি করার সাহস শুধুমাত্র বামপন্থীদেরই আছে ।’’

আরও পড়ুন :Mamata Banerjee wins bhabanipur bypoll : নিজের মেয়েকেই চাইল ভবানীপুর

ABOUT THE AUTHOR

...view details