কলকাতা, 6 অক্টোবর : মমতার বৃত্তে প্রত্যাবর্তন ৷ বুধবারের বিকেলে জাগোবাংলার (Jagobangla) শারদ সংখ্যার অনুষ্ঠানে কুণাল ঘোষের ভূমিকাকে এইভাবে ব্যাখ্যা করা যেতেই পারে ৷ তিনি যতই গত কয়েক মাস আগে তৃণমূলে স্বমহিমায় ফিরুন কেন ! মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে তো একমঞ্চে তাঁকে পাওয়া যায়নি ৷
বুধবার সেই ঘটনাই ঘটল অবশেষে ৷ তৃণমূলের মুখপত্রের শারদ সংখ্যা প্রকাশের অনুষ্ঠানে দলের মুখপাত্রকে দেখা হলে সঞ্চালকের ভূমিকায় ৷ শেষবার তাঁকে এমন ভূমিকায় দেখা গিয়েছিল 2011 সালে ৷ সেটা ছিল শহিদ দিবসের মঞ্চ ৷ তখন তৃণমূল সবেমাত্র বঙ্গের ক্ষমতায় এসেছে ৷ তাই ব্রিগেডে সমাবেশ হয়েছিল ৷ সেখানেই সঞ্চালকের দায়িত্বে ছিলেন কুণাল ঘোষ (Kunal Ghosh) ৷
আরও পড়ুন :Mamata Banerjee: লখিমপুর খেরিতে কৃষকদের হত্যার অভিযোগ মুখ্যমন্ত্রীর
একদশক পর তাঁকে আবার সেই ভূমিকায় দেখা গেল ৷ এমনকী, অনুষ্ঠানের শেষে জাতীয় সঙ্গীত গাওয়ার জন্যও তাঁকেই ডেকে নিলেন তৃণমূল নেত্রী ৷ আর এই ঘটনাকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷ সারদা কাণ্ডে গ্রেফতার হওয়া থেকে হাজতবাস, পুরো সময়টাতেই বিতর্কের কেন্দ্রে ছিলেন কুণাল ঘোষ ৷ আদালতে নিয়ে যাওয়া বা আসার তাঁকে প্রকাশ্যে তৃণমূলের বিরুদ্ধে বিষোদগার করতেও দেখা গিয়েছে ৷ এমনকী, মমতা সম্পর্কেও নানা অভিযোগ প্রকাশ্যে তুলেছেন কুণাল ৷
আরও পড়ুন :Mamata Banerjee: মহালয়ায় মমতার কণ্ঠে রেকর্ড করা গান ‘জননী’র আত্মপ্রকাশ