কলকাতা, 1 জুন : এটাকে পেশাদারিত্বের উচ্চতা বলুন বা তাঁর প্রতিশ্রুতির প্রতি নিবেদন বলুন, মঙ্গলবার নজরুল মঞ্চে কলেজ ফেস্টের শুরু থেকেই অস্বস্তিবোধ করা সত্ত্বেও পারফর্ম করেছিলেন কৃষ্ণকুমার কুন্নাথ ৷ সঙ্গীত জগৎ তথা ভারতীয়দের কাছে যিনি কে কে নামে পরিচিত ৷ মঙ্গলবার রাতে তাঁর আকস্মিক মৃত্যু সকলকে মুহ্যমান করে দিয়েছে ৷ কিন্তু, শিল্পী হিসাবে তাঁর গান এবং অনুরাগীদের প্রতি দায়বদ্ধতা এক অনন্য নজির গড়ল (Krishnakumar Kunnath The Ultimate of Professionalism) ৷
গত সোমবার কে কে কলকাতায় এসেছিলেন দু’টি কলেজ ফেস্টের অনুষ্ঠানে গান গাইতে ৷ প্রথমটি ছিল সোমবার ঠাকুরপুকুর বিবেকানন্দ কলেজের এবং মঙ্গলবার গুরুদাস কলেজের ফেস্ট ৷ দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে গতকালের সেই শো’তে পারফর্ম করার পর রাতেই মৃত্যু হয় তাঁর ৷ স্টেজে ওঠার আগে থেকেই অস্বস্তিবোধ করছিলেন ৷ স্টেজের আলোয় কষ্ট হচ্ছিল তাঁর ৷ গানের মাঝে বারে বারে বিরতি নিচ্ছিলেন ৷ কিন্তু, তা সত্ত্বেও মঞ্চ ছাড়েননি কৃষ্ণকুমার কুন্নাথ ৷ শো শেষ করে হোটেলে ফিরে আসেন ৷ সেখানে ফের অস্বস্তিবোধ করেন ৷ দ্রুত দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন ৷
আরও পড়ুন : Babul Supriyo on KK Demise : প্রায় একসঙ্গে কেরিয়ার শুরু, কত স্মৃতি ; মুহ্যমান বাবুল
কে কে-র ম্যানেজার রীতেশ ভাট সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘‘শো শেষ করার পরে তিনি যখন তাঁর গাড়িতে উঠলেন তখন হালকা অস্বস্তির কথা বলেছিলেন ৷ তিনি তাঁর অঙ্গ-প্রত্যঙ্গে ক্র্যাম্প অনুভব করছিলেন এবং আমাকে গাড়ির এসি বন্ধ করতে বলেছিলেন ৷’’ তিনি এও জানান, হোটেলে ফিরে নিজের ঘরে যাননি ৷ হোটেল লবিতে থাকা অনুরাগীদের সেলফির আবদার মেটান শারীরিক কষ্টকে দূরে রেখে ৷ এর পরেই হোটেলে ঘরে সোফায় বসতে গিয়ে পড়ে যান কে কে ৷