পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

মানবিক কলকাতা পুলিশ, ডিউটি অফিসারের চেষ্টায় ঘরে ফিরল যুবক - মানবিক কলকাতা পুলিশ, ঘরে ফিরল ছেলে

কলকাতা পুলিশের উদ্যোগে যোগাযোগ করা হয় কৃষ্ণ হাজরার পরিবারের সদস্যদের সঙ্গে । ওই যুবককে রাখা হয় আম্রপালি হোমে । সেখানে তাঁকে পরিষ্কার-পরিচ্ছন্ন করিয়ে পরান হয় নতুন পোশাক । আসে কৃষ্ণর পরিবারের লোকজন । আসেন তাঁর স্ত্রী । তিনি এতদিন পর স্বামীকে দেখে চোখের জল আটকাতে পারেননি ।

KP sends back missing man
মানবিক কলকাতা পুলিশ, ঘরে ফিরল ছেলে

By

Published : Dec 5, 2019, 3:28 PM IST

Updated : Dec 5, 2019, 3:43 PM IST

কলকাতা, 5 ডিসেম্বর : উদ্দেশ্যহীনভাবে রবীন্দ্রসরোবরে ঘুরে বেড়াচ্ছিলেন এক যুবক । উস্কোখুস্কো চেহারা, কিছুটা যেন অপ্রকৃতিস্থ । রবিবার দুপুরে লেকে বেড়াতে আসা মানুষজন ফোন করেন রবীন্দ্র সরোবর থানায় । দ্রুত ঘটনাস্থলে আসেন ডিউটি অফিসার সুনীল ঘোষ । সাথে সাথেই তৎপর হয় কলকাতা পুলিশ । ফলও মেলে । পাওয়া যায় যুবকের বাড়ির ঠিকানা । পুলিশের উদ্যোগে ঘরে ফেরে যুবক ।

নিখোঁজ কৃষ্ণ হাজরা
যদিও সহজ ছিল না কাজটা । অসংলগ্ন কথাবার্তায় যুবকের ছিল । ভালো করে নিজের পরিচয়ও দিতে পারেননি রবীন্দ্র সরোবরে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো ওই যুবক । বহু চেষ্টার পর পুলিশ জানতে পারে, যুবকের নাম কৃষ্ণ হাজরা । বাড়ি বর্ধমানের বুদবুদে । এইটুকু সূত্র পেয়েই বুদবুদ থানায় ফোন করে কলকাতা পুলিশ । বুদবুদ থানা থেকে জানান হয় কোনও নিখোঁজ ডায়েরি করা হয়নি ওই যুবকের নামে । এরপর খোঁজ নিয়ে বর্ধমানের বুদবুদ থানা জানায়, ওই যুবকের বাড়ি কোটা গ্রামে । বাড়িতে আছেন বাবা, স্ত্রী ও দুই মেয়ে । গত বৈশাখ মাসে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন তিনি । মিসিং ডায়েরি না করেই পরিবারের তরফে বহু খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি কৃষ্ণকে ।
ডিউটি অফিসার সুনীল ঘোষ
কলকাতা পুলিশের উদ্যোগে যোগাযোগ করা হয় কৃষ্ণ হাজরার পরিবারের সদস্যদের সঙ্গে । ওই যুবককে রাখা হয় আম্রপালি হোমে । সেখানে তাঁকে পরিষ্কার-পরিচ্ছন্ন করিয়ে পরান হয় নতুন পোশাক । আসে কৃষ্ণর পরিবারের লোকজন । আসেন তাঁর স্ত্রী । তিনি এতদিন পর স্বামীকে দেখে চোখের জল আটকাতে পারেননি । কলকাতা পুলিশের ডিউটি অফিসার সুনীলবাবুর চেষ্টায় অবশেষে ঘরে ফেরেন কৃষ্ণ হাজরা ।
Last Updated : Dec 5, 2019, 3:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details