মানবিক কলকাতা পুলিশ, ডিউটি অফিসারের চেষ্টায় ঘরে ফিরল যুবক - মানবিক কলকাতা পুলিশ, ঘরে ফিরল ছেলে
কলকাতা পুলিশের উদ্যোগে যোগাযোগ করা হয় কৃষ্ণ হাজরার পরিবারের সদস্যদের সঙ্গে । ওই যুবককে রাখা হয় আম্রপালি হোমে । সেখানে তাঁকে পরিষ্কার-পরিচ্ছন্ন করিয়ে পরান হয় নতুন পোশাক । আসে কৃষ্ণর পরিবারের লোকজন । আসেন তাঁর স্ত্রী । তিনি এতদিন পর স্বামীকে দেখে চোখের জল আটকাতে পারেননি ।
মানবিক কলকাতা পুলিশ, ঘরে ফিরল ছেলে
কলকাতা, 5 ডিসেম্বর : উদ্দেশ্যহীনভাবে রবীন্দ্রসরোবরে ঘুরে বেড়াচ্ছিলেন এক যুবক । উস্কোখুস্কো চেহারা, কিছুটা যেন অপ্রকৃতিস্থ । রবিবার দুপুরে লেকে বেড়াতে আসা মানুষজন ফোন করেন রবীন্দ্র সরোবর থানায় । দ্রুত ঘটনাস্থলে আসেন ডিউটি অফিসার সুনীল ঘোষ । সাথে সাথেই তৎপর হয় কলকাতা পুলিশ । ফলও মেলে । পাওয়া যায় যুবকের বাড়ির ঠিকানা । পুলিশের উদ্যোগে ঘরে ফেরে যুবক ।
Last Updated : Dec 5, 2019, 3:43 PM IST