পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

রয়েছে অসংখ্য অভিযোগ, পাকড়াও বাইপাসের 2 মোবাইল চোর, 1 রিসিভার - দুই মোবাইল চোর

ওয়াচ সেকশনকে চলন্ত বাসে নজরদারির নির্দেশ দেন গোয়েন্দাপ্রধান ৷ এরপরেই ধরা পড়ল বাইপাসের দুই মোবাইল চোর ও এক রিসিভার ৷

mobile lifters arrested
মোবাইল চোর

By

Published : Jan 29, 2020, 10:41 AM IST

কলকাতা, 29 জানুয়ারি: গত এক মাসে প্রচুর মোবাইল চুরির ঘটনা ঘটেছে বাইপাস এলাকায় ৷ স্থানীয় থানায় অভিযোগও জমা পড়ে। আজ ওই অঞ্চল থেকে পুলিশি তৎপরতায় ধরা পড়ে দুই মোবাইল ফোন চোর ৷ আফতাব আলম ওরফে আলতাফ (52) ও মহম্মদ রেহানকে (18) অজয়নগর বাস স্ট্যান্ড থেকে গ্রেপ্তার করে পুলিশ। আলতাফের বাড়ি সোনারপুরে । রেহান তিলজলার ডিজে খান রোডের বাসিন্দা । ধৃতদের জেরা করে এক চোরাই ফোনের ক্রেতারও খোঁজ পেয়েছে পুলিশ ৷ নাম শফিক আলম (29) । বাড়ি কড়েয়ার ব্রাইট স্ট্রিটে।

লালবাজার সূত্রে খবর, অধিকাংশ ফোন চুরি হয়েছে ভিড় বাসে ৷ এরপরই ওয়াচ সেকশনকে চলন্ত বাসে নজরদারির নির্দেশ দেন গোয়েন্দাপ্রধান মুরলীধর শর্মা । সেই সূত্রেই আজ ধরা পড়ে দুই মোবাইল চোর ও এক রিসিভার ।

ধৃতদের কাছ থেকে উদ্ধার 18 টি ফোন

তল্লাশি চালিয়ে আলতাফ ও রেহানের কাছ থেকে 18 টি ফোন উদ্ধার করে পুলিশ। ওই মোবাইল ফোনগুলির মালিকদের সন্ধান করে ফোন ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
উল্লেখ্য, মোবাইল ফোন চুরির মামলায় দোষীদের বেশি দিন জেলে রাখা যায় না । জেল থেকে বেরিয়েই 'কাজ' শুরু করে দেয় এরা। পুলিশের বক্তব্য, সেক্ষেত্রে মোবাইল ফোন চোরদের চিনে রাখা জরুরি।

ABOUT THE AUTHOR

...view details