কলকাতা, 24 ডিসেম্বর : দুই ঘণ্টার মধ্যেই রাজ্যে ওমিক্রন আক্রান্তের সংখ্যা চার থেকে বেড়ে হল পাঁচ। সর্বশেষ আক্রান্ত হলেন আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিন থেকে ফেরত এক যুবক। এর আগে রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছিল, সম্প্রতি দক্ষিণ আফ্রিকা থেকে দেশ ফিরে আসা এক ব্যক্তির শরীরে ওমিক্রনের হদিশ মিলেছিল । মৃদু উপসর্গ দেখা যাওয়ার পর তিনি করোনার পরীক্ষা করান এবং রিপোর্ট পজিটিভ আসে (kolkata youth return from sa infected with omicron)।
তার পর তাঁর জিনোম সিকোয়েন্স করা হয় ৷ সেখানেই ওমিক্রন সংক্রমণ ধরা পরে ওই ব্যক্তির ৷ আক্রান্ত ব্যক্তি আপাতত দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন । তাঁর অবস্থা স্থিতিশীল বলে রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে জানা যাচ্ছে ।
এই নিয়ে পশ্চিমবঙ্গে ওমিক্রন আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল চার (Omicron Latest Update) । এর আগে গতকাল দুই শহরবাসীর শরীরে ওমিক্রনের খোঁজ পাওয়া যায় । আক্রান্তের একজন কলকাতার আলিপুর এলাকার বাসিন্দা ৷ তিনি সম্প্রতি ইংল্যান্ড থেকে দেশ ফেরেন ।