কলকাতা, 5 ফেব্রুয়ারি : কলকাতায় সকাল থেকেই আকাশের মুখ ভার ৷ এক ধাক্কায় সর্বনিম্ন তাপমাত্রা বাড়ল 4 ডিগ্রি সেলসিয়াস ৷ আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে স্বাভাবিক সীমায়, 16.2 ডিগ্রি সেলসিয়াস ৷ গত 24 ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 2 ডিগ্রি কম ৷
আলিপুর আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আজ কলকাতায় বৃষ্টি না হলেও সারাদিনই আকাশ মেঘাচ্ছন্ন থাকবে । সেইসঙ্গে আগামী 24 ঘণ্টায় বাড়তে পারে তাপমাত্রা । বৃহস্পতি ও শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ ফলে, দিনেরবেলায় তাপমাত্রা সামান্য কমতে পারে । তবে আকাশ মেঘলা থাকার কারণে রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি পেতে চলেছে ।