পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Kolkata Rain : দফায় দফায় ভারী বৃষ্টিতে জলমগ্ন কলকাতা - কলকাতায় ভারী বৃষ্টি

উত্তর থেকে দক্ষিণ কলকাতার কোনও অংশই কার্যত জল জমার হাত থেকেই রেহাই পায়নি ৷ কার্যত নদীর রূপ নিয়েছে শহরের রাজপথ । তার জেরে বেড়েছে মহানগরের জল-যন্ত্রণা ৷

s
s

By

Published : Aug 4, 2021, 6:20 PM IST

Updated : Aug 4, 2021, 8:43 PM IST

কলকাতা, 4 অগস্ট : আবারও নিম্নচাপের জেরে বৃষ্টি শুরু হয়েছে কলকাতায় (Kolkata) ৷ বুধবার সকাল থেকে কখনও ভারী, কখনও হালকা থেকে মাঝারি বৃষ্টি (Rain) অবিরাম হয়েই চলেছে ৷ তার জেরে বেড়েছে মহানগরের জল-যন্ত্রণা ৷ টানা বৃষ্টিতে জলমগ্ন (Waterlogged) হয়ে পড়েছে শহরের বহু রাস্তা । কার্যত নদীর রূপ নিয়েছে শহরের রাজপথ ।

আরও পড়ুন :Weather Forecast: বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে ঘূর্ণাবর্ত, রাজ্যে জুড়ে ভারী বৃষ্টির সতর্কতা

উত্তর থেকে দক্ষিণ কলকাতার কোনও অংশই কার্যত জল জমার হাত থেকেই রেহাই পায়নি ৷ উত্তর কলকাতায় সুকিয়া স্ট্রিট, মুক্তারামবাবু স্ট্রিট, আমহার্স্ট স্ট্রিট, ঠনঠনিয়া, কলেজ স্ট্রিট, সেন্ট্রাল অ্যাভিনিউ, এম জি রোড, উল্টোডাঙ্গা, পাতিপুকুর সর্বত্র জল জমে রয়েছে ৷ অন্যদিকে দক্ষিণ কলকাতার পাক সার্কাস, কালীঘাট, বালিগঞ্জ স্টেশন সংলগ্ন এলাকাও এই মুহূর্তে জলমগ্ন হয়ে পড়েছে ।

ফলে সমস্যায় পড়েছেন বহু মানুষ ৷ গাড়ি চলাচলের গতি কমে গিয়েছে ৷ যাঁরা সাইকেল বা হেঁটে যাতায়াত করেন, তাঁরা চরম সমস্যায় পড়েছেন ৷ গত সপ্তাহে নিম্নচাপের জেরে বৃষ্টিতে কলকাতা শহরে ব্যাপক জল জমেছিল ৷ দুর্ভোগের মুখে পড়তে হয়েছিল সাধারণ মানুষকে ৷ পাতিপুকুর আন্ডারপাসে একটি বাস জলে আটকেও গিয়েছিল ৷ তাছাড়া অনেক জায়গায় বাড়িতে জল ঢুকে গিয়েছিল ৷ অনেক জায়গায় এখনও জল নামেনি ৷

বৃষ্টিতে জলমগ্ন কলকাতা

আরও পড়ুন :Newtown Pornography : নিউটাউন পর্নোগ্রাফি-কাণ্ডে পুলিশের জালে মডেল কো-অর্ডিনেটর

এদিনের পরিস্থিতি অনেকটাই একই রকম বলে জানা গিয়েছে ৷ তাই রাত বাড়লে বৃষ্টি যদি বাড়ে দুর্ভোগ বাড়তে পারে বলে অনেকে আশঙ্কা করেছেন ৷ যদিও পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে কলকাতা পৌরনিগম (Kolkata Municipal Corporation) ৷ তারা জানিয়েছে, গঙ্গায় জোয়ার থাকায় লকগেট গুলি বন্ধ করে দেওয়া হয়েছে । তাই জল জমার এই পরিস্থিতি আরও বেশ কিছুক্ষণ স্থায়ী হবে ৷ ভাঁটার সময় এগিয়ে এলেই লক গেটগুলি খুলে দেওয়া হবে । তখন ধীরে ধীরে জল নামতে শুরু করবে ৷

আরও পড়ুন :West Bengal Covid Cases : পরীক্ষা বাড়াতেই বাড়ল সংক্রমণ, কমল মৃত্যু

Last Updated : Aug 4, 2021, 8:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details