কলকাতা, 30 ডিসেম্বর : নাগরিকত্ব (সংশোধনী) আইন নিয়ে তোলপাড় রাজ্য থেকে দেশ । প্রতিবাদে সামিল হয়েছেন দেশের ছাত্রসমাজ ৷ প্রেসিডেন্সি, যাদবপুর, কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতো রাজ্যের বহু উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারা ৷ নাগরিকত্ব (সংশোধনী) আইন,2019 ও নাগরিকপঞ্জির প্রতিবাদে পথে নেমেছেন তাঁরা। গতকাল থেকে এই আইনের প্রতিবাদে তিনদিনের ধরনা কর্মসূচি গ্রহণ করল কলকাতা বিশ্ববিদ্যালয় ছাত্রসংগঠন তৃণমূল ছাত্র পরিষদ।
CAA-র প্রতিবাদ, কলকাতা বিশ্ববিদ্যালয়ের TMCP-র ধরনা কর্মসূচি
NRC ও CAA নিয়ে ধরনায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাংশ ৷ "বুরে দিন বাপাস করো", "NRC লজ্জা, CAA লজ্জা", "চায়ে বেচো, দেশ মত বেচো"-র মতো বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড সামনে রেখে অবস্থান-বিক্ষোভ TMCP ।
তৃণমূল ছাত্র পরিষদের কলকাতা শাখার তরফ থেকে রাজা মেহেদি জানান, " ৩১ ডিসেম্বর পর্যন্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিপরীতে কলেজ স্কয়্য়ারের গেটের সামনে ধরনা দেবেন তাঁরা। ধরনায় প্রতিদিন অংশগ্রহণ করবেন চারজন। কলকাতা বিশ্ববিদ্যালয় ও তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে ১৪৪ ধারা জারি রয়েছে ৷ তাই আইন মেনে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এই ধরনা কর্মসূচি। এই কর্মসূচিকে শান্তিপূর্ণ অবস্থান-বিক্ষোভ বলছেন তাঁরা।
তিনি আরও বলেন, "গতকাল তৃণমূল ছাত্র পরিষদের চারজন সদস্য এই ধরনায় অংশগ্রহণ করেন। "বুরে দিন বাপাস করো", "NRC লজ্জা, CAA লজ্জা", "চায়ে বেচো, দেশ মত বেচো"-র মতো বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড সামনে রেখে অবস্থান-বিক্ষোভ করেন তাঁরা । আজ তাঁদের চারজন মহিলা সদস্যদের এই ধরনা কর্মসূচিতে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন রাজা মেহেদী।