কলকাতা, 24 জুন :কলকাতার ঐতিহ্য বললে প্রথম সারিতেই থাকবে ট্রামের কথা ৷ 150 বছর ধরে এ শহরের সঙ্গে ওতোপ্রোত ভাবে জড়িয়ে এই ট্রাম ৷ গতিতে ধীর হলেও শহরের বুকে এঁকেবেঁকে চলা এই যান নিয়ে বাড়তি গর্ব রয়েছে কলকাতাবাসীর । কারণ এশিয়ার অন্যতম প্রাচীন হিসেবে ট্রাম পরিষেবা এখনও বহাল এ শহরে । আর 2023-এ দেড়শো বছর পূর্ণ করতে চলেছে কলকাতার ট্রাম পরিষেবা (Kolkata tram service to complete 150 years in 2023) ৷ তবে এত বছরেও নিজের গতি-প্রকৃতি খুব একটা পরিবর্তন হয়নি কলকাতার ট্রামের ৷ বিশেষত গতির সঙ্গে তাল মেলাতে না-পেরে অনেকটাই পিছিয়ে পড়েছে এই দূষণহীন এই যান ৷ যা ট্রামের জন্য প্রধান আশঙ্কার কারণ ৷
কয়েকবছর আগে তৎকালীন পরিবহন মন্ত্রী তথা বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভায় জানিয়েছিলেন কলকাতার ট্রাফিক সিস্টেমে ট্রাম সমস্যার সৃষ্টি করছে ৷ তার জেরে ইতিমধ্যেই বন্ধ হয়ে গিয়েছে বেশ কয়েকটি রুট ৷ বৃহস্পতিবার রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিমের গলায় অনেকটা একই সুর ৷ একাধারে পরিবহন মন্ত্রী এবং মেয়র ফিরহাদ হাকিম বিধানসভায় জানান, যানজট হয় এইরকম রাস্তায় ট্রাম চালাতে চায় না রাজ্য সরকার ৷ পরিবর্তে যে সকল রাস্তায় যানজট কম সেখানে ট্রাম চলবে ৷ তবে ট্রামের বিকল্প ব্যবস্থা হিসাবে ইলেকট্রিক বাসকে অথবা ট্রলিবাসকেই ভাবা হচ্ছে বলে জানিয়েছেন পরিবহন মন্ত্রী ৷
শহরের যে রাস্তায় শ্লথ গতিতে ট্রাম চললেও কোনও সমস্যা হবে না সেই সমস্ত রাস্তায় হেরিটেজ হিসাবে ট্রাম চালানো হবে বলে জানিয়েছেন ফিরহাদ। পাশাপাশি মহানগরের বুকে আরও বেশি সংখ্যায় বৈদ্যুতিন বাস চলবে বলে জানিয়েছেন তিনি। বর্তমানে 100টি বৈদ্যুতিন বাস বলে জানিয়েছেন তিনি। সামনের বছর আরও 400টি বাস নামানো হবে বলেও জানিয়েছেন রাজ্যের পরিবহণ মন্ত্রী।