পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Teenage Girls Rescue : মোটরবাইক থামিয়ে দুই কিশোরীকে উদ্ধার করল ট্রাফিক পুলিশ - প্রগতি ময়দান থানা এলাকায় দুই কিশোরী উদ্ধার

মোটরবাইকে বসিয়ে হাত, মুখ বেঁধে নিয়ে যাওয়া হচ্ছিল দুই কিশোরীকে ৷ তা দেখে সন্দেহ হয় তিলজলা ট্রাফিক গার্ডের ওসি সৌভিক চক্রবর্তীর ৷ তাঁর তৎপরতাতেই উদ্ধার করা হয় দুই নাবালিকাকে ৷ আটক করা হয় বাইক চালককেও ৷ প্রগতি ময়দান থানায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷

kolkata traffic police rescued two teenage girls travelling on a motorbike
Teenage Girls Rescue : মোটরবাইক থামিয়ে উদ্ধার দুই কিশোরীকে উদ্ধার করল ট্রাফিক পুলিশ

By

Published : Nov 20, 2021, 5:24 PM IST

Updated : Nov 20, 2021, 6:15 PM IST

কলকাতা, 20 নভেম্বর : ট্রাফিক গার্ডের ওসির তৎপরতায় উদ্ধার দুই কিশোরী ৷ চলন্ত বাইক থামিয়ে তাদের উদ্ধার করে পুলিশ ৷ অভিযোগ, ওই দুই নাবালিকাকে হাত, মুখ বেঁধে মোটরবাইকে জবরদস্তি করে সঙ্গে নিয়ে যাচ্ছিলেন এক যুবক ৷ ইতিমধ্যেই তাঁকে পাকড়াও করা হয়েছে ৷ দুই কিশোরীকে বাড়িতে ফেরানোর উদ্যোগ নিয়েছে পুলিশ ৷

আরও পড়ুন :Raidighi Kidnap : রায়দিঘিতে স্থানীয়দের তৎপরতায় উদ্ধার অপহৃত ব্যক্তি, গ্রেফতার 3 অপহরণকারী

শনিবারের সকাল ৷ অন্যান্য দিনের মতোই ডিউটিতে ছিলেন তিলজলা ট্রাফিক গার্ডের ওসি সৌভিক চক্রবর্তী ৷ হঠাৎই বাইপাস ধরে এগিয়ে আসা একটি মোটরবাইক ও তার সওয়ারিদের দেখে সন্দেহ হয় তাঁর ৷ বেলা তখন প্রায় সাড়ে এগারোটা ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, সন্দেহভাজন মোটরবাইকটির গতি ছিল অত্যন্ত বেশি ৷ মোটরবাইকের পিছনে বসে ছিল দুই কিশোরী ৷ দু’জনেরই হাত আর মুখ বাঁধা ছিল ৷ আর তা দেখেই অস্বাভাবিক লাগে সৌভিকের ৷ সঙ্গে সঙ্গে ওয়াকিটকিতে কর্তব্যরত সার্জেন্টদের খবর পাঠান তিনি ৷

এরপর এলাকায় থাকা ট্রাফিক সার্জেন্টরা দল বেঁধে মোটরবাইকটিকে চিহ্নিত করে থামানোর চেষ্টা করেন ৷ ফল মেলে হাতেনাতে ৷ মোটরবাইকের চালককে থামিয়ে তাঁকে নামতে বলা হয় ৷ নেমে আসতে বলা হয় দুই কিশোরীকেও ৷ তাদের হাত, মুখের বাঁধন খুলে দেওয়া হয় ৷ তিনজনকেই নিয়ে যাওয়া হয় স্থানীয় প্রগতি ময়দান থানায় ৷ বাইকচালককে আটক করেছে পুলিশ ৷

মোটরবাইক থামিয়ে দুই কিশোরীকে উদ্ধার করল ট্রাফিক পুলিশ

আরও পড়ুন :Malda Kidnapping : মালদায় অপহৃত মুর্শিদাবাদের ব্যবসায়ী, পুলিশি তৎপরতায় উদ্ধার

প্রাথমিকভাবে জানা গিয়েছে, উদ্ধার হওয়া দুই কিশোরী দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুরের বাসিন্দা ৷ আটক বাইকচালকের দাবি, তিনি মেয়ে দু’টিকে আগে থেকেই চেনেন ৷ কিন্তু, তিনি তাদের নিয়ে কোথায় যাচ্ছিলেন, কেন তাদের হাত, মুখ বেঁধে রাখা হয়েছিল, সেইসব প্রশ্নে কোনও উত্তর পাওয়া যায়নি ৷ পুলিশ ইতিমধ্যেই বারুইপুর পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে ৷ দুই নাবালিকাকে যাতে দ্রুত বাড়িতে ফিরিয়ে দেওয়া যায়, সেই চেষ্টা চলছে ৷ পাশাপাশি, ওই যুবককেও জিজ্ঞাসবাদ করা হচ্ছে ৷ এর পিছনে নারীপাচার কিংবা শিশু অপহরণ চক্রের কোনও হাত আছে কিনা, খতিয়ে দেখা হচ্ছে ৷

Last Updated : Nov 20, 2021, 6:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details