কলকাতা, 21 সেপ্টেম্বর:ইচ্ছে মতো পার্কিং ফি নেওয়ার অভিযোগ আসে ভুরি ভুরি । প্রায় প্রতিদিনই এই অভিযোগ জমা পড়ে পৌরনিগমে (KMC parking)। এজেন্সিগুলো পৌরনিগমের ধার্য ফি-র তোয়াক্কা না করে কার্যত তোলাবাজি চালায় বলে অভিযোগ । দেয় না স্লিপ । এ বার সেই জুলুমবাজি রুখতে তৎপর হচ্ছে কলকাতা পৌর কর্তৃপক্ষ । কোন গাড়ির কত টাকা প্রতি ঘণ্টার ফি, তা এ বার জ্বলজ্বল করবে পার্কিং লটের ইলেকট্রনিক বোর্ডে (Digital parking Fee Board)।
নিয়ম আছে পার্কিং ফি নিলে দিতে হবে স্লিপ । তবে অধিকাংশ জায়গার তার দেখা মেলে না । বহু জায়গায় কম্পিউটারাইজড স্লিপ না দিয়ে পুরোনো স্লিপ ধরানো হয় । অনেক জায়গায় কিছুই দেওয়াই হয় না । 10 টাকার ফি 20 টাকা বা বিভিন্ন উৎসবের সময় আরও বেশি নেওয়া হয় । গাড়ির মালিক বা চালক তা দিতে আপত্তি জানালে দুর্ব্যবহার করেন পার্কিং লটের কর্মীরা । পার্কিং জোনে পার্কিং ফি চার্ট টাঙানোর কথা বলা হলেও এজেন্সিরা তার ধার কাছ দিয়ে যায় না । তবে এইসব অনিয়ম ঠেকাতে শহরজুড়ে ডিজিটাল পার্কিং ফি-এর তালিকা বোর্ড লাগাচ্ছে পার্কিং বিভাগ । ডিজিটাল এই বোর্ডে পৌরনিগমের ধার্য পার্কিং ফি-এর তালিকা জানতে পারবেন নাগরিকরা ।