কলকাতা, 4 নভেম্বর : পারিবারিক অভিভাবককে হারানোর বেদনা সৃঞ্জয় বসুর গলায়। সুব্রত মুখোপাধ্যায় প্রয়াত। 75 বছর বয়সে চলে গেলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী ৷ মাত্র 26 বছর বয়সে রাজ্যের মন্ত্রী হওয়া মানুষটি ছিলেন আদন্ত ক্রীড়াপ্রেমী মানুষ। আবেগ তার সবুজ-মেরুন হলেও তিনি ছিলেন ময়দানের প্রকৃত বন্ধু ও অভিভাবক। মোহনবাগান ক্লাবের প্রাক্তন সহসভাপতি সুব্রত মুখোপাধ্যায় তাঁর রাজনৈতিক ব্যস্ততার মধ্যেও খেলা দেখতে নিয়ম করে উপস্থিত থাকতেন। খেলা শেষ করে ক্লাব তাবুতে কখন মুখ দেখিয়ে আবার কখনও আড্ডা মেরে ময়দান ছাড়তেন।
সুব্রত প্রয়াণে মোহনবাগানের সচিব সৃঞ্জয় বসু বলেন, "আমাদের ক্লাবের পতাকা আগামিকাল অর্ধনমিত থাকবে। ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ছিলেন, ক্লাবের ক্ষতির থেকেও ওনার মৃত্যুতে আমার ব্যক্তিগত ক্ষতি ৷ পারিবারিক ক্ষতি ৷ উনি আমাকে জন্মাতে দেখেছেন ৷ আমরা বাবা-মায়ের সঙ্গে অসম্ভব ভাল সম্পর্ক ছিল। উনি একজন অভিভাবকের মত ছিলেন। এমন একজন অভিভাবক যার কাছে গিয়ে পরামর্শ নেওয়া যেত ৷ যে ব্যক্তি বিপদে পাশে দাঁড়াতেন ৷ গভীরভাবে মর্মাহত আমি।"