কলকাতা, 23 জুন: কলকাতায় অনেক বস্তি আছে ৷ যেখানে বাস করেন হাজার হাজার লোক ৷ এই বস্তিগুলি রেলের জমিতে বা খাস জমিতে তৈরি ৷ তাঁদের কারোর ঘরের কোনও নির্দিষ্ট ঠিকানা নেই । আবার কলোনি বা ঠিকা বস্তি আছে ৷ যেখানে হয়ত একই নাম ও পদবীর একাধিক ব্যক্তি থাকেন ।
এর ফলে কোনও পার্সেল এলে বা নির্দিষ্ট কাজে খোজ করলে, তাঁকে খুঁজে বের করা মুশকিল হয়ে পড়ে । কারণ একটি বস্তির 30-50 ঘরের ঠিকানা হয় একই । এবার সেই মুশকিল আসান করতে চলেছে কলকাতা পৌরনিগমের (Kolkata Municipal Corporation) বস্তি বিভাগ ও একটি স্বেচ্ছাসেবী সংগঠন । কলকাতার বস্তিগুলিতে প্রতিটি ঘরে লাগানো হচ্ছে ইউনিক নম্বর (Special House Number)। এই বিশেষ নম্বর প্রায় নিজস্ব ঠিকানার মতোই কাজ করবে । বৃহস্পতিবার এ কথা জানান কলকাতা পৌরনিগমের বস্তি বিভাগের মেয়র পারিষদ সদস্য স্বপন সমাদ্দার (Swapan Samaddar)।
কলকাতা শহরে প্রায় 3500 বস্তি আছে । যার মধ্যে হাজার দেড়েক বড় বস্তি । বিরাট এলাকা জুড়ে সেই সব বস্তি । তবে এমন বস্তির ক্ষেত্রে কোনও একটি ঘরে, কোনও সরকারি পরিষেবা বা অনলাইন কোনও অর্ডার থাকলে বা কেউ প্রয়োজনে খোঁজ করতে এলে তাকে খোঁজা প্রায় দুষ্কর হয়ে ওঠে । এবার এই বিশেষ নম্বরের মাধ্যমে তাকে খোঁজা যাবে ৷ বস্তিবাসীরা নিজেদের ঠিকার মতো ব্যবহার করতে পারবে এই নম্বর । কিছু অনলাইন অর্ডার দিলে ডেলিভারি কর্মীদের আর দরজায় দরজায় গিয়ে কড়া নাড়তে হবে না ৷ এই নম্বর মারলেই গুগল লোকেশনে ঠিক ওই বাড়ির সঠিক অবস্থান দেখিয়ে দেবে । এই বিশেষ নম্বর শুধু ঠিকানা হিসাবেই ব্যবহৃত হবে না ৷ চিঠিপত্রের ক্ষেত্রেও ঠিক একইরকম সুবিধা হবে ।