পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Kolkata Hawker Problem : হকার সমস্যা নিয়ে অনলাইনেই জানানো যাবে অভিযোগ, বললেন দেবাশিস কুমার - হকার সমস্যা নিয়ে অনলাইনেই জানানো যাবে অভিযোগ

শুক্রবার কলকাতার হকার সমস্যা নিয়ে বৈঠক করেন মেয়র পারিষদ দেবাশিস কুমার ৷ সেখানে হকার সমস্যা (Kolkata Hawker Problem) নিয়ে স্থায়ী কমিটি গঠন নিয়ে কোনও সমাধান হল না ৷ তবে দেবাশিস কুমার জানিয়েছেন, শহরে হকার সমস্যা নিয়ে এবার অনলাইনে অভিযোগ জানাতে পারবেন বাসিন্দারা (Online Complaint Against Hawker Problem) ।

kolkata residents can make online complaint against hawker problem
Kolkata Hawker Problem : হকার সমস্যা নিয়ে অনলাইনেই জানানো যাবে অভিযোগ, বললেন দেবাশিস কুমার

By

Published : Jan 14, 2022, 9:34 PM IST

কলকাতা, 14 জানুয়ারি : শহরে হকার সমস্যা নিয়ে এবার অনলাইনে অভিযোগ জানাতে পারবেন মহানগরবাসী (kolkata residents can make online complaint against hawker problem) । শুক্রবার কলকাতা পৌরনিগমের অস্থায়ী টাউন ভেন্ডিং কমিটির বৈঠকে পর একথা জানান মেয়র পারিষদ দেবাশিস কুমার ।

তিনি বলেন, ‘‘কেন্দ্রের হকার নীতি অনুযায়ী ফুটপাথের এক-তৃতীয়াংশে হকাররা বসতে পারেন এবং দুই তৃতীয়াংশ জনসাধারণের যাতায়াতের জন্য ব্যবহার করা হবে । তবে এই নিয়ম কোথাও না মানা হলে, কারও যদি কোনও রকম সমস্যা হয়ে থাকে, সেই কথা এবার কলকাতা পৌরনিগমের ওয়েবসাইটে অভিযোগ হিসেবে জানাতে পারেন ৷’’ অস্থায়ী টাউন ভেন্ডিং কমিটি সেই অভিযোগ বিবেচনা করে দেখবেন বলে জানান তিনি ।

পাশাপাশি 2018 সালে হওয়া হকারদের সার্ভে রিপোর্ট কলকাতা পৌরনিগমের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানান তিনি । সেই তালিকায় 60 হাজার হকারের নাম নথিভুক্ত আছে । যদি কোনও হকার সংগঠনের এই তালিকা নিয়ে অভিযোগ থাকে তারাও একই ভাবে ওয়েবসাইটেই অভিযোগ জানাতে পারবে বলে তিনি জানিয়েছেন । তাঁর কথায়, সেই অভিযোগ খতিয়ে দেখবে এই কমিটি ।

যদিও এদিন একটি স্থায়ী কমিটি গঠন করার লক্ষ্যেই এই বৈঠক বসেছিল । তবে তা ফলপ্রসূ হয়নি । কারণ, এই কমিটিতে 40 শতাংশ নির্বাচিত হকার থাকার কথা । তবে হকারদের নির্বাচনের বিষয়টি একান্তই হকারদের বিষয়, তাতে কলকাতা পৌরনিগম হস্তক্ষেপ করবে না বলেই জানান দেবাশিস কুমার ।

তাঁর দাবি, যতদিন না সেই সমস্যার সমাধান হবে ততদিন কলকাতা পৌরনিগমের তরফের এই অস্থায়ী কমিটি হকার সংক্রান্ত বিষয়ে পদক্ষেপ নেবে হকার নিয়ম অনুসারে । তাতে হকারদের সচিত্র পরিচয়পত্র পাওয়া থেকে শুরু করে আরও যে সমস্ত সুযোগ-সুবিধা পাওয়ার কথা সেই কাজ অনেকটাই এগিয়ে থাকবে । হকারদের বাছাই হয়ে গেলে তাঁদের নিয়ে স্থায়ী কমিটি তৈরি হবে ৷

আরও পড়ুন :Kolkata COVID Surge : 10 ওয়ার্ডে করোনার লাগামছাড়া সংক্রমণ, চিন্তায় কলকাতা পৌরনিগম

যদিও এদিন হকার সংগ্রাম কমিটির নেতা শক্তিমান ঘোষ বলেন, ‘‘যে সার্ভে রিপোর্টের কথা বলা হচ্ছে পৌরনিগমের তরফে, তা গ্রহণযোগ্য নয় । কারণ, তাতে হকারদের প্রতিনিধিরা ছিল না ৷ নতুন করে সার্ভে করতে হবে ।’’

ABOUT THE AUTHOR

...view details