কলকাতা, 14 জানুয়ারি : শহরে হকার সমস্যা নিয়ে এবার অনলাইনে অভিযোগ জানাতে পারবেন মহানগরবাসী (kolkata residents can make online complaint against hawker problem) । শুক্রবার কলকাতা পৌরনিগমের অস্থায়ী টাউন ভেন্ডিং কমিটির বৈঠকে পর একথা জানান মেয়র পারিষদ দেবাশিস কুমার ।
তিনি বলেন, ‘‘কেন্দ্রের হকার নীতি অনুযায়ী ফুটপাথের এক-তৃতীয়াংশে হকাররা বসতে পারেন এবং দুই তৃতীয়াংশ জনসাধারণের যাতায়াতের জন্য ব্যবহার করা হবে । তবে এই নিয়ম কোথাও না মানা হলে, কারও যদি কোনও রকম সমস্যা হয়ে থাকে, সেই কথা এবার কলকাতা পৌরনিগমের ওয়েবসাইটে অভিযোগ হিসেবে জানাতে পারেন ৷’’ অস্থায়ী টাউন ভেন্ডিং কমিটি সেই অভিযোগ বিবেচনা করে দেখবেন বলে জানান তিনি ।
পাশাপাশি 2018 সালে হওয়া হকারদের সার্ভে রিপোর্ট কলকাতা পৌরনিগমের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানান তিনি । সেই তালিকায় 60 হাজার হকারের নাম নথিভুক্ত আছে । যদি কোনও হকার সংগঠনের এই তালিকা নিয়ে অভিযোগ থাকে তারাও একই ভাবে ওয়েবসাইটেই অভিযোগ জানাতে পারবে বলে তিনি জানিয়েছেন । তাঁর কথায়, সেই অভিযোগ খতিয়ে দেখবে এই কমিটি ।