পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

professor molested in Kolkata : পথকুকুরদের খাওয়ানোয় অধ্যাপিকার শ্লীলতাহানি ! চিৎপুরে গ্রেফতার 1 - চিৎপুরে শ্লীলতাহানি মামলায় গ্রেফতার

পথকুকুরদের খাওয়ানোয় এক অধ্যাপিকাকে শ্লীলতাহানির (professor molested in Kolkata) অভিযোগ উঠল চিৎপুরে ৷ শিবপুরের এই ঘটনায় (professor molested) গ্রেফতার করা হয়েছে একজনকে ৷

Kolkata : professor molested while taking care of street dogs, accused arrested
পথকুকুরদের খাওয়ানোয় অধ্যাপিকার শ্লীলতাহানি ! চিৎপুরে গ্রেফতার 1

By

Published : Jan 24, 2022, 4:28 PM IST

কলকাতা, 24 জানুয়ারি: পথকুকুরদের রাস্তায় কেন খাওয়ানো হবে, বিবাদের সূত্রপাত এই নিয়ে ৷ মুহূর্তে তা কার্যত হাতাহাতিতে রূপান্তরিত হল । ঘটনায় এক অধ্যাপিকাকে (professor molested) রাস্তায় ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ ৷ ওই অধ্যাপিকা যখন গোটা ঘটনার চিত্র নিজের মোবাইলে ভিডিয়ো রেকর্ড করতে যাচ্ছেন, সে সময় তাঁর হাত থেকে মোবাইল ছিনিয়ে নিয়ে তা ছুড়ে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ । উত্তর কলকাতার শিবপুর থানা এলাকার উমাকান্ত লেনের ঘটনা । এই ঘটনায় শ্লীলতাহানির (Kolkata molestation) অভিযোগ দায়ের হলে একজনকে গ্রেফতার করে চিৎপুর থানার পুলিশ ।

জানা গিয়েছে, রবিবার বিকেলে রাস্তার কুকুরদের ভাত খাওয়াতে গিয়েছিলেন এক অধ্যাপিকা (professor molested in Kolkata)। সেই সময়ে এলাকার এক যুবক এসে ওই মহিলার উপর চড়াও হয় বলে অভিযোগ । ওই যুবকের দাবি ছিল, রাস্তায় কুকুরদের খাওয়ানো যাবে না ৷ এই নিয়ে তার কথা কাটাকাটি শুরু হয় অধ্যাপিকার সঙ্গে । অধ্যাপিকার অভিযোগ, এর পরেই তাঁকে ধাক্কা মেরে রাস্তায় ফেলে দেওয়া হয় ।

আরও পড়ুন:Sreelekha Mitra: ডেটের লোভেই দত্তক শশাঙ্কের ? কুকুরের মৃত্যুতে চোখের জলে নিজেকেই দুষলেন শ্রীলেখা

এরপর গোটা ঘটনার দৃশ্য নিজের মোবাইলে ভিডিয়ো রেকর্ড করতে যাচ্ছিলেন ওই অধ্যাপিকা । কিন্তু অভিযোগ, তাঁর হাত থেকে মোবাইলটি কেড়ে নেওয়া হয় এবং তা ছুড়ে রাস্তায় ফেলে দেয় ওই যুবক ।

আরও পড়ুন:পিঠে বেলুন বেঁধে ওড়ালেন পোষ্য কুকুরকে, গ্রেফতার ইউটিউবার

রাতে এই নিয়ে শিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অধ্যাপিকা । তাঁর শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি ৷ তদন্তে নেমে সোমবার সকালে অভিযুক্তকে গ্রেফতার (Chitpur arrest) করে পুলিশ । ধৃতের নাম জানাতে অস্বীকার করেছে পুলিশ । আজ ধৃতকে আদালতে পেশ করা হবে ।

ABOUT THE AUTHOR

...view details