পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

আমফানের আগে সতর্কতা কলকাতা বন্দরেও, বন্ধ ভেসেল চলাচল - Kolkata

পোর্টট্রাস্টের উচ্চ পর্যায়ের বৈঠকের পরেই আমফান সামলাতে একাধিক পদক্ষেপ কলকাতা বন্দরে। বন্ধ ভেসেল চলাচল। বার্জগুলিকে সরিয়া দেওয়া হয়েছে ঝড়ের গতিপথের বাইরে। দুর্যোগ মোকাবিলায় সাগর ও হলদিয়ার কন্ট্রোল রুম থেকে নজর রাখা হবে, জানানো হয়েছে বন্দর কর্তৃপক্ষের তরফে।

Kolkata port trust before Amphan
কলকাতা

By

Published : May 19, 2020, 10:51 PM IST

কলকাতা, 19 মে: সুপার সাইক্লোন আমফানের ধাক্কা সামলাতে একাধিক সতর্কতামূলক ব্যবস্থা নিল বন্দর কর্তৃপক্ষ। ইতিমধ্যে পণ্যবাহী ভেসেল চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আমফানের গতিপথ এড়িয়ে 19 টি ভেসেল মাঝ সমুদ্রে নোঙর ফেলেছে। ঝড়ের দাপট কমলে যেগুলি বন্দরে ভিড়বে জানা গিয়েছে। এদিকে হলদিয়া এবং সাগরে খোলা হয়েছে 24 ঘণ্টার কন্ট্রোল রুম। আজ থেকেই বন্দর সংক্রান্ত সব বিষয়ে নজরদারি চালাচ্ছে পোর্ট ট্রাস্ট।

বুধবার সন্ধের দিকে রাজ্যে আছড়ে পড়ার কথা অতি শক্তিশালী ঘূর্ণিঝড় আমফানের । আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, উপকূলবর্তী অঞ্চলগুলিতে ঝড় আছড়ে পড়ার সময় তার গতিবেগ থাকতে পারে 155 থেকে 165 কিলোমিটার পর্যন্ত । এর জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের 7 টি জেলায়। তবে, ঝড়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা ও কলকাতার। এই পরিস্থিতিতে আগেভাগে সতর্কতামূলক ব্যবস্থা নিল কলকাতা বন্দর কর্তৃপক্ষ। আজ পোর্টট্রাস্টের একটি উচ্চ পর্যায়ের বৈঠকের পরেই নেওয়া হয়েছে একগুচ্ছ সিদ্ধান্ত। কলকাতা ও হলদিয়া বন্দর কমপ্লেক্সের যাতে কোনওরকম ক্ষতি না হয় তা নিশ্চিত করা হয়েছে। সাগর ও ডায়মন্ডহারবারের সমস্ত কার্গো হ্যান্ডলিং অপারেশন বন্ধ করে দেওয়া হয়েছে। বার্জগুলিকে মাঝ সমু্দ্রে নিরাপদ জায়গায় সরিয়ে দেওয়া হয়েছে। হলদিয়া ও বজবজের অয়েল জেটিগুলিতে কোনও জাহাজ আপাতত নোঙর করছে না। অন্যদিকে বাইরে থাকা 2টি জাহাজকে হলদিয়া বন্দরের ভেতরে ঢুকিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি মা গঙ্গা পাইলট ভেসেল এবং অন্য 4টি চারটি লঞ্চকেও হলদিয়া বন্দরের ভেতরে ঢুকিয়ে নেওয়া হয়েছে।

বন্দর সূত্রে জানা গিয়েছে, ঝড়ের দাপট থেকে বাঁচাতে কলকাতা বন্দরের সবকটি ভেসেলকে অতিরিক্ত দড়ি দিয়ে বেঁধে ফেলা হয়েছে। এই মুহূর্তে কলকাতা বন্দরে রয়েছে 15টি মার্চেন্ট ভেসেল। অন্যদিকে হলদিয়া বন্দরে রয়েছে 11 টি ভেসেল। সাগর ও হলদিয়াতে যে কন্ট্রোল রুম তৈরি করা হয়েছে, সেখান থেকে দুর্যোগের সময় সরাসরি নজরদারি চালাবে বন্দর কর্তৃপক্ষ।

ABOUT THE AUTHOR

...view details