কলকাতা, 24 ডিসেম্বর: সিলিং থেকে খসে পড়ছে পলেস্তারা ৷ মাঝেমধ্য়েই চোখের সামনে ভেঙে পড়ছে চাঙড় ৷ অভিজাত শেক্সপিয়ার সরণি (Shakespeare Sarani post office) এলাকার বাড়িটি কোনও পোড়োবাড়ি নয় ৷ ব্রিটিশ আমলের ঐতিহ্যবাহী ডাকঘর (poor condition of post office) ৷ যেখানে গ্রাহক সংখ্যাও প্রচুর ৷ প্রাণের ঝুঁকি নিয়েই পরিষেবা দিয়ে চলেছেন কর্মীরা ৷ মাথার উপর ত্রিপল চড়িয়ে চলছে নিত্যদিনের কাজ ৷
শেক্সপিয়ার সরণির (Kolkata news) মতো একটি অভিজাত এলাকায় গ্রাহক সংখ্যার প্রবল চাপের মধ্যেই মাত্র চারজন কর্মী নিয়ে ডাকঘরের কাজ চলছে ৷ তার উপর ডাকঘরটির শোচনীয় অবস্থা ৷ কার্যত প্রাণ হাতে করে হাসিমুখে পরিষেবা দিয়ে চলেছেন পোস্ট অফিসের পোস্টমাস্টার থেকে শুরু করে প্রতিটি কর্মী ।
ডাকঘরের এই বাড়িটি তৈরি হয় ব্রিটিশ আমলে । পোস্ট অফিসের ভেতরে ঢুকলে এখনও দেখা যাবে সেই সময়ের কাঠের কাজের রেলিং । এমনকী এই ডাকঘরটি চালু হওয়ার পর ইংরেজ পোস্টমাস্টার যেই চেয়ারটিতে বসতেন, সেটি আজও রাখা রয়েছে সযত্নে । তবে এখনকার পোস্টমাস্টার এবং কর্মীদের প্রতি ধরা পড়ল চূড়ান্ত অবহেলার ছবি ৷ কর্মীদের মাথার উপর চাঁই ভেঙে পড়ে যাতে দুর্ঘটনা না ঘটে, সে জন্য সিলিং-এর নিচে টাঙানো রয়েছে ত্রিপল । আর তার ভরসাতেই নিচে বসে কাজ করছেন সবাই । ঝুঁকি নিয়েই পরিষেবা নিতে আসতে হচ্ছে গ্রাহকদেরও ৷
আরও পড়ুন:WB Governor Jagdeep Dhankhar : এখানে শাসকের আইনই আইন, শিক্ষা নিয়ে রাজ্যকে আক্রমণ রাজ্যপালের