কলকাতা, 17 ডিসেম্বর : ট্রাফিককর্মীদের জন্য শোল্ডার লাইট কেনার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ (Kolkata Police will buy Shoulder Light for Traffic Division) ৷ কাঁধে লাগানো এই আলোগুলি লাল ও নীল রঙের হয় ৷ চালু থাকা অবস্থায় অনেক দূর থেকে এই আলোগুলি দেখতে পান গাড়িচালকরা ৷ ফলে শীতকালে ঘন কুয়াশার মধ্যেও পুলিশকর্মীদের দেখতে কোনও সমস্যা হয় না ৷ লালবাজারের বক্তব্য, শীতকালে কুয়াশার কারণে দুর্ঘটনার সম্ভাবনা বাড়ে ৷ বিপদের আশঙ্কা সত্ত্বেও মাঝরাস্তায় দাঁড়িয়ে ডিউটি করতে হয় ট্রাফিক পুলিশ ও সার্জেন্টদের ৷ তার উপর চালকদের একাংশ বেপরোয়াভাবে গাড়ি চালান ৷ এতে কর্তব্যরত ট্রাফিক পুলিশ ও সার্জেন্টদের বিপদের আশঙ্কা বাড়ে ৷ কিন্তু, তাঁদের কাঁধে লাল, নীল আলোর বন্দোবস্ত করলে সেই সম্ভাবনা অনেকটাই কমবে ৷
আরও পড়ুন :Women Safety In Kolkata: মহিলা নিরাপত্তায় লালবাজারের 'হটলাইন কিয়স্ক'
কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, আপাতত 240 টি এলইডি শোল্ডার লাইট কেনা হবে ৷ এই লাইট কাঁধে জ্বালিয়ে বৃষ্টির মধ্যেও কাজ করতে পারবেন ট্রাফিক পুলিশের কর্মীরা ৷ কারণ এই লাইটগুলি ওয়াটারপ্রুফ ৷ তিন ঘণ্টা করে এগুলি চার্জ দিতে হয় ৷ একবার সম্পূর্ণ চার্জ দিলে এই লাইটগুলি 12 ঘণ্টা পর্যন্ত টানা জ্বলতে পারে ৷ আলোগুলি কিনতে মোট খরচ হবে 4 লক্ষ 9 হাজার টাকা ৷