কলকাতা, 18 জুন: এখনও পর্যন্ত কলকাতায় কোরোনায় আক্রান্ত হয়েছেন 270 জনের বেশি পুলিশকর্মী। পাশাপাশি আক্রান্ত হয়েছেন তাদের পরিবারের অনেক সদস্য। শুধুমাত্র পুলিশকর্মী নয়, তাদের পরিবারের সদস্যদের দিকেও নজর দেওয়ার নির্দেশ দিলেন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা। এ বিষয়ে বিশেষভাবে সক্রিয় হতে বলেছেন ওয়েলফেয়ার অফিসারদের।
পুলিশ পরিবারে কোরোনা সংক্রমণ রুখতে ওয়েলফেয়ার সেলকে সক্রিয় থাকার নির্দেশ - কলকাতা পুলিশে কোরোনা
পুলিশকর্মী ও তাদের পরিবারকে কোরোনা সংক্রমণ থেকে বাঁচাতে সক্রিয় থাকতে হবে ওয়েলফেয়ার অফিসারদের। আজ এমনই নির্দেশ দিলেন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা।
কোরোনা মোকাবিলায় চিকিৎসকদের পাশাপাশি সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই করছে পুলিশ। আক্রান্ত পুলিশকর্মীদের চিকিৎসাও দেখভালের জন্য লালবাজারের তরফে তৈরি করা হয়েছে বিশেষ ওয়েলফেয়ার সেল। এই ওয়েলফেয়ার সেল আগে থেকেই ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে বিশেষ এই সেলে পুলিশের বিভিন্ন ডিভিশন এবং ব্যাটেলিয়ান সহ প্রতিটি ইউনিটের প্রতিনিধিদের যুক্ত করা হয়েছে। তাতে সদস্যসংখ্যা দাঁড়িয়েছে 43 জন। যুগ্ম-কমিশনার সদর শুভঙ্কর সিনহা সরকারের নেতৃত্বে এই সেল কাজ করছে। লালবাজারের 17 জন পুলিশ কর্তাও ওই সেলের সদস্য। পুলিশ কর্মীরা যাতে ঠিকঠাক চিকিৎসা পান, তার জন্যই ওই সেল কাজ করছে।
আজ কলকাতার নগরপাল যে নির্দেশিকা পাঠিয়েছেন তাতে বলা হয়েছে, “ পুলিশকর্মীদের বাড়ির লোকজনরাও আমাদের বর্ধিত পরিবারের সদস্য। আমাদের দায়িত্ব তাঁদের রক্ষা করা। পাশে দাঁড়ানো।" সেই সূত্রেই ওয়েলফেয়ার অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে, চিকিৎসা সংক্রান্ত যেকোন সহযোগিতা দ্রুত করতে হবে। এই কাজে নজরদারি চালাবে সমস্ত DC-রা। প্রতি 15 দিন অন্তর ওয়েলফেয়ার অফিসাররা রিপোর্ট পাঠাবেন স্পেশাল পুলিশ কমিশনার জাভেদ শামিমকে। জানাতে হবে সমস্ত যুগ্ম কমিশনার এবং অতিরিক্ত পুলিশ কমিশনারদেরও।