কলকাতা, 19 জানুয়ারি:সাইবার দস্যুদের এবার টার্গেট সাধারণ মানুষের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট (Cyber Attack On WhatsApp)। ধীরে ধীরে সাধারণ মানুষের হোয়াটসঅ্যাপের চ্যাট নকল করে সেখান থেকে টাকা হাতানোর চেষ্টা করছে বিশেষ একটি গ্যাং। ইতিমধ্যেই, নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে সতর্ক হওয়ার বার্তা দিয়েছে কলকাতা পুলিশ। সেখানে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপে অভিনব কায়দায় ছক কষছে বিভিন্ন হ্যাকাররা। হোয়াটসঅ্যাপে পাঠানো হচ্ছে একটি লিঙ্ক আর সেই লিঙ্কেই লুকিয়ে রয়েছে গোটা প্রতারণার ফাঁদ। একবার সেই লিঙ্কটি খুলে ক্লিক করলেই সর্বস্বান্ত হতে পারেন সাধারণ মানুষ।
লালবাজার সূত্রের খবর, সাইবার দস্যুদের দ্বারা পাঠানো ওই লিঙ্কে ক্লিক করলেই ব্যবহারকারী পাবেন একটি ভেরিফিকেশন কোড। সেই কোড লিঙ্কটি যিনি পাঠিয়েছেন তিনি জানতে চাইবেন। বিশ্বাস করে সেই ভেরিফিকেশন কোডটি একবার পাঠিয়ে দিলেই নিমেষের মধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি থেকে গায়েব হবে টাকা। তাছাড়াও, সেই ভেরিফিকেশন কোডটি সাইবার দস্যুদের হাতে চলে এলে নিমেষের মধ্যে আপনার ফোনটি তাদের দখলে চলে যাবে। ইতিমধ্যেই, কলকাতা পুলিশের বিভিন্ন থানায় দায়ের হয়েছে এমনই বিভিন্ন অভিযোগ।